দেশে করোনায় একদিনে ফের শতাধিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৫, ২০২১, ১০:৪৮ পিএম

দেশে করোনায় একদিনে ফের শতাধিক মৃত্যু

কয়েকদিনের ব্যবধানে দেশে করোনায় আক্রান্ত হয়ে ফের শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। এদের মধ্যে ৫২জন পুরুষ এবং নারী ৪৯জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯২২ জন।

এদিন আগের দিনের (৮৩ জন মৃত্যু) চেয়ে করোনায় মৃতের সংখ্যা ১৮ জন কমলেও একই দিনের তুলনায় ২২৫ জন বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আগের দিনের চেয়ে ১ হাজার ১৭৬ জন কম রোগী সুস্থ হয়ে উঠেছেন।

রবিবার (২৫ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত ২ হাজার ৯২২ জনকে নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল দেশে প্রথম একদিনে শতাধিক (১০১ জন) মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা কয়েকদিন দৈনিক মৃত্যুর সংখ্যা পর্যায়ক্রমে বাড়তে থাকে। তবে গত ২১ এপ্রিল থেকে দৈনিক শনাক্তের সংখ্যা একশ’র নিচে নেমে এসেছিলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার সকাল পর্যন্ত নতুন করে ১০১ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে।

তার আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা শনাক্ত হয় ৭ হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। এর আগরেদিন ৬ এপ্রিল করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ২১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৩০১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১। আর মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ২১ হাজার ৪৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯২২টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৫৭ হাজার ৪৫৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৮৮ হাজার ৪৭টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মৃত ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, সিলেট বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ২ জন। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে ২ জন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৯ জন, বেসরকারি হাসপাতালে ৩২ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৬৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৮১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ২০ হাজার ১৯৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৭৫৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৪৩৮ জন।

Link copied!