সবাইকে প্রতিবছরই করোনা ভাইরাসের টিকা নেওয়া লাগতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োনটেকের প্রধান আলবার্ট বৌরলা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তার মতে, খুবই উচ্চ-পর্যায়ের সুরক্ষা বজায় রাখতে এমনটি দরকার হতে পারে।
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া সম্ভাব্য অতিসংক্রামক ধরন ওমিক্রন নিয়ে ডা. বৌরলা বলেন, “বেটা ও ডেল্টার জবাবে হালনাগাদ টিকা উৎপাদন করেছে ফাইজার। কিন্তু সেগুলোর কোনো প্রয়োজন হয়নি।”
তিনি আরও বলেন, “মহামারির মধ্যে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছে টিকা। টিকা ছাড়া আমাদের সমাজের মৌলিক কাঠামো হুমকিতে পড়ে যেতো।”
এসময় ফাইজার-বায়োনটেকের প্রধান নির্বাহী বলেন, “লোকজনকে আরও সুরক্ষা দিতে বিশ্বজুড়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশগুলোর যত ডোজ টিকা দরকার, তাদের সরবরাহে তা পর্যাপ্ত পরিমাণেই থাকবে।”
করোনা ভাইরাসের বেটা ধরন প্রথম দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল এবং ডেল্টা ভারতে। এখন ওমিক্রন ঠেকাতে হালনাগাদ টিকা উৎপাদনে কাজ করছে ফাইজার। আগামী ১০০ দিনের মধ্যে যা প্রস্তুত হয়ে যেতে পারে।
চলতি বছরের শেষে কোটি কোটি ডোজ মেসেঞ্জার রিবোনিউক্লেক-এসিড (এমআরএনএ) টিকা সরবরাহ করতে পারবে ফাইজার।