ফাইজার ও অক্সফোর্ডের টিকা ডেলটার বিরুদ্ধেও সমান কার্যকর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২১, ০৫:৫০ পিএম

ফাইজার ও অক্সফোর্ডের টিকা ডেলটার বিরুদ্ধেও সমান কার্যকর

ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজ যুক্তরাজ্যে শনাক্ত হওয়া আলফা ধরনের বিরুদ্ধে যতটা কার্যকর ছিল, ডেলটা ভ্যারিয়েনন্টের বিরুদ্ধেও এ  টিকা সমান কার্যকর ভূমিকা রাখে।

বুধবার (২১ জুলাই)নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি বিজ্ঞানীদের একটি দল পরিচালিত এ গবেষণার জন্য গবেষকরা ৫৯টি রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন।গবেষকেরা যাদের রক্তের নমুনা সংগ্রহ করেছেন, সেই সকল ব্যক্তির ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়া ছিল। সে সব নমুনা পরীক্ষার ভিত্তিতেই এমন দাবি করেছেন গবেষকেরা।

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বেশি ছড়িয়েছে করোনার ডেলটা ধরন। এই ধরনের বিরুদ্ধে সুরক্ষা পেতে টিকা কার্যকর ভূমিকা রাখছে।বিশেষত যারা ইতোমধ্যে ফাইজার কিংবা অক্সফোর্ডের টিকার দুই ডোজ নিয়েছেন, তাদের সুরক্ষা পাওয়ার সম্ভাবনা আলফা ধরনের প্রায় কাছাকাছি।ডেলটার ধরনের আগে শনাক্ত হওয়া অন্যান্য ধরনের মধ্যে আলফা ভ্যারিয়েন্টকেই সবচেয়ে সংক্রামক বলে বিবেচনা করা হতো।

 

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা কর্মসূচি চললেও মৃত্যুমিছিল প্রতিদিনই বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, শুক্রবার (২৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪১ লাখ ৫১ হাজার ৪৫৬ জন মারা গেছেন। বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৪১ লাখ ৪২ হাজার ৪৭২।  বুধবার পর্যন্ত মারা যায়  ৪১ লাখ ৩৩ হাজার ৭৯৯ জন । এই হিসেবে শুক্রবার (২৩ জুলাই) গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮ হাজার ৯৮৪ জন। বৃহস্পতিবার একদিনে ৮ হাজার ৬৭৩ জনের মৃত্যু হয়। 

Link copied!