গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন এক জন। আগের দিন করোনায় আক্রান্ত হয়ে চার জন মারা গিয়েছিলেন। অন্যদিকে, আগের দিন ৩৭০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ৫৫৭ জন। অন্যদিকে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার আগের দিন ছিল ২ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ২ দশমিক ৯১ শতাংশ।
রবিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের উপ পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।
দেশে আগের দিন ৩৭০ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৩৭ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।