গত কয়েকদিন ধরে দেশে প্রাণঘাতী করোনার সংক্রমণ এবং মৃত্যু বেড়েই চলছে। সবশেষ এক সপ্তাহে (২৭ মার্চ থেকে ৩ এপ্রিল) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩২১ জন মারা গেছেন। এমন পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে রবিবার (৪ এপ্রিল) সব খবর জানুন দ্য রিপোর্টের লাইভ আপডেটে।
লকডাউনে সারাদেশে গণপরিবহন বন্ধ
সোমবার থেকে লকডাউনে সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে। রবিবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জারি করা হলো লকডাউনের প্রজ্ঞাপন
রবিবার (৪ এপ্রিল)মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউন চলাকালে সরকারি-বেসরকারি অফিস-আদালত এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। এছাড়া এসময়ে সব ধরনের গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে।
লকডাউন বাস্তবায়নে কঠোর প্রস্তুতিতে আইন-শৃঙ্খলা বাহিনী
দেশের এ চলমান পরিস্থিতিতে লকডাউন কার্যকরে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী ঢাকায় এই লকডাউন কার্যকরে কঠোর থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
লকডাউন ঘোষণায় বাজারে ক্রেতাদের হিড়িক
দেশে লকডাউন ঘোষণার খবরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোয় ভিড় বেড়েই চলছে। অনেকেই প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে বাড়িতে ফিরছেন। দোকানদাররা জানান, সকাল থেকেই দোকানে ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে।
আবার অনেকেই ১০ থেকে ১৫ দিনের বাজার একবারে সংগ্রহ করে বাড়ি ফিরছেন। এসব বাজারে সাধারণত সকালে ভিড় দেখা যায় না। তবে আজকে সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি দেখা যাচ্ছে। এখন সময় যতই যাচ্ছে ততই ক্রেতারা ভিড় জমাচ্ছেন।