শনাক্ত কমলেও একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২১, ০৫:০০ পিএম

শনাক্ত কমলেও একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো ভারত

ভারতের করোনাভাইরাসের দাপট কোনোভাবেই কমছে না। গত দুইদিন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা তিন লাখের নীচে নেমেছিল।মঙ্গলবার (১৮ মে) আরও কমেছে শনাক্তের সংখ্যা। তবে মৃত্যুর দিক দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে মঙ্গলবার(১৮ মে)।

করোনায় মৃত্যু

মঙ্গলবার (১৮ মে) গত ২৪ ঘন্টায় দেশটিতে ৪ হাজার ৩২৯ জন মারা গেছেন। ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে এত সংখ্যক মানুষের মৃত্যু আর কখনও দেখেনি বিশ্বের বৃহত্তম এই গণতান্ত্রিক দেশটি।

মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এদিন রাজ্যটিতে ১০০০জন মারা যায়। তারপরেই আছে কর্ণাটক। দেশের দক্ষিনাঞ্চলীয় এই রাজ্যটিতে মারা গেছেন ৪৭৬ জন।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মে) থেকে বেড়ে যায় মৃত্যুর সংখ্যা। ওইদিন গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৭৭ জন মারা গেছেন। এনিয়ে ওইদিন পর্যন্ত মৃত্যু হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৩১৯ জনের।

গত কয়েকদিনের হিসেবে দেখা যায়, শনিবার (১৫ মে) পর্যন্ত দেশটিতে করোনায় মোট মারা গিয়েছিল ২ লাখ ৬৬ হাজার ২৪২ জন। ওইদিন গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়।

বাংলাদেশের প্রতিবেশি এই দেশটিতে শুক্রবার (১৪ মে) পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৩৬০ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ মে) এই সংখ্যা ছিল ২ লাখ ৫৮ হাজার ৩৫১। এহিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মোট ৪ হাজার ৯ জন মারা গেছেন।

বুধবার (১২ মে) পর্যন্ত দেশটিতে মারা গিয়েছিল ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। মঙ্গলবার (১১ মে) পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছিল ২ লাখ ৫০ হাজার ২৫ জনের। বুধবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৪ হাজার ২০০জন। সোমবার (১০ মে) পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ছিল ২ লাখ ৪৬ হাজার ১৪৬। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা যায় ৩ হাজার ৮৭৯ জন।

করোনায় শনাক্ত

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যাও আড়াই কোটি পেরিয়ে গেল। এখনও অবধি ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন।

মঙ্গলবার গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে কর্ণাটকে। এ রাজ্যে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬০৩ জন। তারপরেই আছে তামিলনাড়ুতে ৩৩ হাজার ৭৫ জন এবং মহারাষ্ট্রে ২৬ হাজার ৬১৬ জন। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।

ভারতে গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন করোনায় আক্রান্ত হলেও এ সংখ্যা কমতে শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে রবিবার (১৬ মে) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। এনিয়ে দেশটিতে ওইদিন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৬৫ জন।

শনিবার(১৫ মে) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৩ লাখ ২৬ হাজার ২৯৮ জন।এনিয়ে ওইদিন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন।

শুক্রবার (১৪ মে) পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জন। বৃহস্পতিবার (১৩ মে) পর্যন্ত দেশটিতে শনাক্ত হয়েছিল ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জন।এহিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মোট শনাক্ত হয় ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন।

বুধবার (১২ মে) পর্যন্ত দেশটিতে শনাক্ত হয়েছিলেন ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জন। এ হিসেবে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ৩ লাখ ৬৩ হাজার ২৩৯ জন।

মঙ্গলবার (১১ মে) পর্যন্ত দেশটিতে শনাক্ত হয়েছিলেন ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জন। বুধবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মোট করোনারোগী হিসেবে শনাক্ত হয় ৩ লাখ ৪৮ হাজার ৪৯৯ জন। সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছিলেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা রোগী হিসেবে শনাক্ত হন ৩ লাখ ২৯ হাজার ৫১৭ জন।

করোনা থেকে সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, ভারতে মঙ্গলবার পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৩ জন। রবিবার (১৬ মে) পর্যন্ত ভারতে করোনাভাইরাস থেকে মোট সুস্থ হয়েছিল ২ কোটি ৭ লাখ ৮৯ হাজার ৩৮ জন।

শনিবার (১৫ মে) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ৫৩ হাজার ২৯৯ জন। এনিয়ে দেশটিতে ওইদিন পর্যন্ত মোট সুস্থ হয়েছিল ২ কোটি ৪ লাখ ২৬ হাজার ৩২৩ জন।

এই পরিস্থিতিতেই ভারতে চলছে টিকাকরণ কর্মসূচি। যদিও দেশ জুড়ে টিকার পর্যাপ্ত জোগান না থাকারও অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৬৮৯ জন। এ নিয়ে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ৪৪ লাখ।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

 

Link copied!