শনাক্ত ৫ হাজার ছাড়িয়ে, মৃত্যু ৮

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২২, ০৬:০৪ পিএম

শনাক্ত ৫ হাজার ছাড়িয়ে, মৃত্যু ৮

দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ গত ২৪ ঘণ্টায় আবারও বেড়েছে। আগের দিন ৩ হাজার ৪৪৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ২২২। এর আগে গত ২৪ আগস্ট সর্বশেষ সংক্রমণ ৫ হাজার ছাড়িয়েছিল।

এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে মারা যান ৭ জন।

এদিকে নতুন সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। আগের দিনের ১৪ দশমিক ৩৪ শতাংশের বিপরীতে গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।

দেশে আগের দিন ৩ হাজার ৪৪৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ২২২ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনের শরীরে।

Link copied!