রোগী কমার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার আরও কমেছে। কমেছে মৃত্যুও। টানা তিন দিন ধরে নতুন শনাক্ত রোগী সংখ্যা হাজারের নিচে রয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯৭ জন এবং মারা গেছেন চার জন।
নতুন ৮৯৭ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত শনাক্ত হলেন ৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন এবং চার জনকে নিয়ে মোট ২৯ হাজার ৩৭ জনের মৃত্যু হলো।
করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন সাত হাজার ৯৭৬ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৮৩৭টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬০৫টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ এক হাজার ৩৩৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৬০ হাজার ৮৬৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ লাখ ৪০ হাজার ৪৭৬টি।
গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার তিন দশমিক ৬৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।