ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ নিয়ে যা বললো ডব্লিউএইচও

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ০৯:৩২ পিএম

ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ নিয়ে যা বললো ডব্লিউএইচও

চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোফার্ম ও সিনোভ্যাকের ২ ডোজ নিয়েছেন যেসব ষাটোর্ধ্ব মানুষ তাদের আরো একটি বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে। সোমবার (১১ অক্টোবর) ডব্লিউএইচ ‘র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনিজাইশন প্যানেলের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়।

এছাড়াও, বিশ্ব সাংস্থ্য সংস্থার স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনিজাইশন প্যানেলের পক্ষ থেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের জন্য বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

তারা বলেছে, চীনা টিকা সিনোফার্ম ও সিনোভ্যাক গ্রহণকারীদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সীদের প্রথম ২ ডোজ টিকা নেওয়ার ১ থেকে ৩ মাসের মধ্যে বুস্টার ডোজ নেওয়া দরকার। 

ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে পরিচালিত এক গবেষণার ফলাফলের ভিত্তিতে এই অতিরিক্ত ডোজের সুপারিশ করা হয়েছে। ওই গবেষণায় প্রাপ্ত ফলাফলে বলা হয়েছে, সময়ের সঙ্গে এই টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে।

বিশেষজ্ঞ প্যানেলের সেক্রেটারি জোয়াচিম হোমবাচ বলেন, 'সিনোফার্ম ও সিনোভ্যাক ডোজগুলোর পর্যবেক্ষণ করে 'স্পষ্টভাবে দেখা গেছে যে বয়স্কদের মধ্যে ২ ডোজ নেওয়ার পরেও এই ভ্যাকসিন তুলনামূলক কম কাজ করে।তাই আমার কার্যকর সুরক্ষা পেতে অতিরিক্ত ডোজ দেওয়ার পরামর্শ দিচ্ছি’।

Link copied!