২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা ৩ হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২২, ১১:৩২ পিএম

২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা ৩ হাজার ছুঁই ছুঁই

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও কোনো ভাবেই কমছে না শনাক্তের সংখ্যা। বরং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে।

বুধবার গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯১৬ জন। এর আগে গতকাল (মঙ্গলবার) ২ হাজার ৪৫৮ জন রোগী শনাক্ত হয়েছিলো। বুধবারে শনাক্ত হওয়াদের নিয়ে দেশে এপর্যন্ত ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। হাসপাতালে (সরকারি) তাদের মৃত্যু হয়েছে। করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন ও অন্যজন চট্টগ্রামের।গতকাল মঙ্গলবার দুইজনের মৃত্যু হয়। বুধবারে চারজনসহ করোনায় দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১১১ জন মারা গেলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা ওইবিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায়, বুধবার গত ২৪ ঘন্টায় ২৬৬ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।২০২০ সালের এপ্রিলের পর ২০২১ সালের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে দেশ মৃত্যুহীন দিন পার করে।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গত বছরের ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

Link copied!