পদ্মা সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি ও টিকটক করার হিড়িক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৭, ২০২২, ০৩:০৯ এএম

পদ্মা সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি ও টিকটক করার হিড়িক

উদ্বোধনের একদিন পর রবিবার ভোর থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রমত্ত পদ্মার ওপর বানানো সেতুতে। সেতু পাড়ি দেওয়ার আনন্দে অনেকে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতেছেন। প্রথম দিন সেতু পাড়ি দিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার উল্লাসে শামিল হতে হচ্ছেন হাজারো মানুষ। উৎসুক এই মানুষের উপচে পড়া ভীড় সরাতে রীতিমত হিমশিম খাচ্ছেন নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। অথচ সেতুতে যানবাহন দাঁড় করানো, পায়ে হাঁটা, ছবি তোলার ওপর নিষেধ রয়েছে। কিন্তু কেউই মানছে এসব নিষেধাজ্ঞা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পুলিশের টহল ভ্যানের চোখ ফাঁকি দিয়ে বহু মানুষ সেতুর উপর দাঁড়িয়ে ছবি তোলার জন্য মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন থামিয়ে নেমে পড়ে এদিন। এমনকি পুলিশের বাধা অমান্য করে বহু মানুষকে পায়ে হেঁটে সেতুর উপর উঠে পড়তেও দেখা যায়।

নিষেধাজ্ঞার পরেও কেনো ভিডিও করে নিয়ম ভাঙ্গছেন— এমন প্রশ্নের জবাবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইকবাল ইলাহী বলেন, "আমি শরীয়তপুরের সন্তান। সারা জীবন ফেরি পার হয়েছি। যখন সেতু তৈরি হচ্ছিল তখনও বিশ্বাস হয়নি, কোনদিন এই সেতু পার হতে পারবো কিংবা দেখে যেতে পারবো। তাই নিজের অবিশ্বাস দূর করার জন্যই খুশিতে করছি এইসব।"

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে নিয়ে টিকটক ভিডিও করেছেন এক যুবক। নেটমাধ্যমে রীতিমত ভাইরাল এখন তিনি। তার নাম মো. বায়েজিদ তালহা (৩০)। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ রবিবার সন্ধ্যায় তাঁকে আটকের তথ্য দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেন।

রেজাউল বলেন, তাঁকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি পটুয়াখালী। আটকের পর তাঁকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়াও টিকটক ভিডিও বানিয়ে পদ্মা সেতু নিয়ে অপপ্রচারের অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হেলাল উদ্দিন ঢালী (২৩) শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের স্থানীয় শ্রমিক।

হেলালের বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও সেতুর রেলিংয়ে বসে ছবি তুলছেন এক যুবক এমন ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কেউ আবার প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। অনেকে আবার অসংখ্য মোটরসাইকেল থামিয়ে সবাই ভিডিও করছে।

পরিবার নিয়েও অনেকে সেতুতে ঘুরতে আসেন। সেতুর উপর গাড়ি থামিয়ে সেলফি স্টিক নিয়ে ছবি তুলতেও দেখা যায়। এছাড়াও রঙ্গিন সাজে নেচে ভিডিও করতে দেখা যায়।

কিন্তু রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুরোধ জানানো হয়, পদ্মা সেতুর ওপর সব ধরনের যানবাহন থামানো, হেঁটে চলাচল করা ও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে। 

বাংলাদেশের পদ্মা নদীর ওপর দিয়ে তৈরি ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটির মাধ্যমে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে দেশের বাকি অংশের সংযোগ তৈরি করেছে। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু। ত্রিশ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।

 

Link copied!