পুরো দেশ তাকিয়ে আছে পদ্মা সেতু উদ্বোধনের দিকে। জমকালো আয়োজনের পাশাপাশি তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে উদ্বোধনের দিন আবহওয়া কেমন হবে এই নিয়ে অনেকেই শঙ্কায় আছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা আশঙ্কা নয় বরং বাড়তি আমেজ যোগ করবে।
বৃষ্টি হবে বিড়ম্বনা নয়
পদ্মা সেতু উদ্বোধনের সময় সেতু এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এদিন বিকেলে বৃষ্টির পানি ছুঁয়ে যেতে পারে প্রমত্ত পদ্মার বুকে গড়ে ওঠা এই সেতুকে। পদ্মা সেতুর দুই পাড়ে উদ্বোধনের দিন শনিবার সারা দিন আবহাওয়া কেমন থাকতে পারে তার পূর্বাভাস দিয়ে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ওমর ফারুক দ্যা রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘পদ্মা সেতু এলাকায় শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এই এলাকায় দিনে রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা বেশি। তবে বেলা ৩টার দিকে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।’ ঢাকার আবহাওয়া কেমন থেকবে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাময়িকভাবে দু-এক জায়গায় হতে পারে। তবে বর্ষাকালের ভারি বৃষ্টির প্রবণতা নেই।’
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।