গুগল-ফেসবুককে গুণতে হবে বিশাল অঙ্কের জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২২, ০৪:০৮ এএম

গুগল-ফেসবুককে গুণতে হবে বিশাল অঙ্কের জরিমানা

বিশাল অঙ্কের জরিমানার মুখোমুখি টেক জায়ান্ট গুগল ও ফেসবুক। জরিমানার অর্থমূল্য ২১ কোটি ইউরো। প্রযুক্তি প্রতিষ্ঠান দুটিকে ‘কুকিস’ ব্যবহারের নীতির কারণেই এ জরিমানার মুখে পড়তে হয়েছে।

ইন্টারনেট ব্যবহারকারীদের নানা তথ্যের ওপর নজর রাখতেই কুকিস ব্যবহার করা হয়। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ফ্রান্সের সরকার।

ইন্টারনেট ব্যবহারকারীরা কম্পিউটার বা মুঠোফোন থেকে কোনো ওয়েবসাইটে ঢুকলে এ-সংক্রান্ত কুকিস ওয়েব ব্রাউজারে সংরক্ষিত হয়ে থাকে। এগুলো গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছে বেশ মূল্যবান। কারণ, ব্যবহারকারীদের এসব তথ্যের ভিত্তিতেই বিজ্ঞাপন দিয়ে বিশাল অঙ্কের মুনাফা কামিয়ে নেয় তারা। তবে এর মধ্য দিয়ে ব্যবহারকারীদের অনেক ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থাকে।

নতুন জরিমানার মোট অর্থের মধ্যে শুধু গুগলকে গুনতে হবে ১৫ কোটি ইউরো। ফ্রান্সের ইতিহাসে এর আগে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে এত জরিমানা করা হয়নি। এর আগে ২০২০ সালে ডিসেম্বরে দেশটির ন্যাশনাল কমিশন ফর ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ফ্রিডম (সিএনআইএল) গুগলকেই সর্বোচ্চ ১০ কোটি ইউরো জরিমানা করেছিল। সেবারও কারণ ছিল কুকিস–সংক্রান্ত।

এদিকে, জরিমানার কারণে ফেসবুকের পকেট থেকে খসবে ছয় কোটি ইউরো।

কেবল গুগল-ফেসবুকই নয়, ইউরোপজুড়ে চাপের মুখে পড়েছে অ্যাপল ও অ্যামাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও। এরমধ্যেই তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। এছাড়া কীভাবে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হবে, তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নানা নীতিমালার জারির পরিকল্পনা চলছে।

Link copied!