অবিলম্বে ইউক্রেনে হামলা বন্ধ করুন: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৫:১০ পিএম

অবিলম্বে ইউক্রেনে হামলা বন্ধ করুন: গুতেরেস

ইউক্রেনে হামলা বন্ধ করে রাশিয়ার সামরিক বাহিনীকে ব্যারাকে (সেনাছাউনি) ফিরে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বাংলাদেশ স্থানীয় সময় শনিবার ভোরে ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি রুশ সেনাদের প্রতি এ আহবান জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, “সেনাদের ব্যারাকে ফিরে যাওয়া দরকার। নেতাদের উচিত সংলাপ ও শান্তির পথে হাঁটা।”

বৈঠক শেষে এক টুইট বার্তায় অ্যান্তোনিও গুতেরেস। বলেন, “ইউএন-এর জন্ম হয়েছিল বিশ্ব থেকে যুদ্ধ শেষ করার জন্য। কিন্তু সেই লক্ষ্য আজও অর্জিত হয়নি। তবে আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। শান্তির জন্য আমাদের অবশ্যই আরেকটা সুযোগ দিতে হবে।”

আরও পড়তে পারেন: সামরিক ঘাঁটিতে হামলা, কিয়েভ জুড়ে ঘন ঘন বিস্ফোরণ

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে নিন্দা প্রস্তাব আনা হলে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত ছিল। তবে রাশিয়া ভেটো দেওয়ার ফলে নিরাপত্তা পরিষদে উত্থাপিত নিন্দা প্রস্তাব খারিজ হয়ে য়ায়।  

আরও পড়তে পারেন: ইউক্রেন ইস্যুতে নিন্দা প্রস্তাবে রাশিয়ার ভেটো

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ার ১২ সেনা নিহত হয়।

আরও পড়তে পারেন: বাইডেন-জেলেনস্কির ফোনালাপ যা জানা গেল

যুদ্ধের দ্বিতীয় দিন শুক্রবারও তুমুল লড়াই হয়। রাজধানীর কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। যুক্তরাজ্যের দাবি, দ্বিতীয় দিনে রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। তবে ইউক্রেন ও যুক্তরোজ্যের ওই দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। শনিবারও রাজধানী কিয়েভ জুড়ে ঘন ঘন বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে বিবিসি ও কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়।

Link copied!