রাশিয়ার বাধ্যতামূলক নিয়োগপ্রাপ্ত এবং রিজার্ভ সৈন্যরা ইউক্রেনে সামরিক অভিযানে অংশ নিচ্ছে না এবং অংশ নেবেও না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রচারিত এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট এ কথা বলেন।
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা ওই ভিডিওতে পুতিন বলেন, “ আমি জোর দিয়ে বলতে চাই, কনস্ক্রিপ্ট(বাধ্যতামূলক নিয়োগপ্রাপ্ত) সেনারা সংঘাতে অংশ নিচ্ছে না এবং অংশ নেবেও না এবং রিজার্ভ থেকে অতিরিক্ত সৈন্যদের ডাকা হবে না। অভিযান শুধু পেশাদার সৈন্যদের দিয়ে পরিচালিত হবে।”
তারা রাশিয়ার জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে অবিচল থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
নির্দিষ্ট উদ্দেশ্যে শুধুমাত্র পেশাদার সৈন্যরা কাজ করছে উল্লেখ করে ভিডিওতে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “আমি নিশ্চিত যে তারা কার্যকরভাবে রাশিয়ান জনগণের জন্য নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা দিচ্ছে।”
ইউক্রেনে যুদ্ধে যাওয়া রাশিয়ান সৈন্য ও সেনা কর্মকর্তাদের আত্মীয় স্বজনদের উদ্দেশে পুতিন বলেন, “আমি বুঝতে পারছি আপনি আপনার প্রিয়জন এবং পরিবারের সদস্যকে নিয়ে কী পরিমাণ চিন্তিত। আপনি তাদের নিয়ে গর্ব করতে পারেন। আপনার সঙ্গে সারা দেশ তাদের জন্য গর্বিত এবং তাদের নিয়ে উদ্বিগ্ন।”
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ১৩তমি দিন মঙ্গলবারও রাজধানী কিয়েভের আশপাশের শহরে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।