সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার রুশ সৈন্য নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেনের সশস্র বাহিনী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, ইউক্রেনিয় সশস্র বাহিনীর নিজস্ব ফেসবুক পেজে দেওয়া নতুন এক পোস্টে এ তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়, ২৫ দিনের লড়াইয়ে ১৪ হাজার ৭০০ রুশ সেনা নিহত হয়েছে।
পোস্টে আরও বলা হয়, সংঘর্ষে বিপুল পরিমাণ রাশিয়ার সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে- ৪৭৬টি ট্যাংক, ২০০টিরও বেশি যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন এবং প্রায় ১৪৮৭টি সামরিক যান।
আরও পড়তে পারেন: রুশ আগ্রাসনে ঘর ছাড়া ইউক্রেনের এক কোটি মানুষ
তবে বিবিসি কর্তৃপক্ষ বলেছে, তারা নিরপেক্ষভাবে এই দাবি যাচাই করতে পারেনি। এদিকে, পশ্চিমা সূত্রগুলি বিশ্বাস করে, যুদ্ধে রাশিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য হতাহত হয়েছে। ইউক্রেনে অন্তত ৭ হাজার রুশ সেনা নিহত ও প্রায় ২১ হাজার সেনা আহত হয়েছে বলে ধারণা করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়।
আরও পড়তে পারেন: তুরস্কের 'এস-৪০০' ক্ষেপনাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে দিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।
তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ২৫ তম দিন রবিবার রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।