শীর্ষ ৮ রুশ কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৮:৫৩ পিএম

শীর্ষ ৮ রুশ কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আট শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। রাশিয়ার ‘অগ্রহণযোগ্য’ ইউক্রেন আগ্রাসনের পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করলো। খবর এএফপি’র।

আরও পড়ুন: রাশিয়ার ওপর এবার জাপান ও কানাডার নিষেধাজ্ঞা আরোপ

ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রেমলিন সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে সৈন্য মোতায়েনে পুতিনের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী স্কট মরিসন এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশ প্রায় একই ধরনের সিদ্ধাসন্ত গ্রহণ করে।

আরও পড়ুন: রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের একগুচ্ছ নিষেধাজ্ঞা

রাশিয়ার নিরাপত্তা পরিষদের আট সদস্য নিষেধাজ্ঞা ভোগ করবে। তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।অস্ট্রেলিয়া সামরিক সংশ্লিষ্ট রাশিয়ার বিভিন্ন ব্যাংক লক্ষ্য করে পদক্ষেপ নেবে।

মরিসন বলেন, “তারা ভাড়াটে গুণ্ডা ও উৎপীড়কের মতো আচরণ করছে।’ ‘পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে’ তারা পুরোদমে আগ্রাসন চালানো শুরু করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।” অস্ট্রেলিয়া উৎপীড়ন দমনে সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান স্কট মরিসন।

আরও পড়ুন: ইউক্রেনে হঠাৎ রুশ হামলা? কারণ বলছে তুরস্কের একটি পত্রিকা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, 'উদার গণতন্ত্রপন্থীদের একসঙ্গে থাকতে হবে। অন্যান্য অনেক দেশ, এমনকি তারা গণতন্ত্রী না হলেও যারা রাষ্ট্রের সার্বভৌমত্বের নীতিতে বিশ্বাস করে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে এবং অস্ট্রেলিয়া সবসময় তা করবে।”

ইউক্রেনীয় এবং ইউক্রেনীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে স্কট মরিসন  তার অভিবাসন বিষয়ক মন্ত্রীকে মানবিক ভিসা আবেদনে ইউক্রেনীয়দের অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে নির্দেশ দেন।

Link copied!