করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২১, ০৫:৪৫ পিএম

করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮ জন মারা গেছেন। এদের মধ্যে ৬২জন পুরুষ এবং নারী ২৬জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬২৯ জন। আগের দিনের চেয়ে মৃত্যুসংখ্যা ১০ জন কমার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও ৩৮৫ জন কমেছে।

আগের দিনে (বুধবার) করোনায় ৯৮ জনের মৃত্যু এবং ৪ হাজার ১৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছিলো। এদিন আগের দিনের চেয়ে সুস্থতার হারও দশমিক দুই আট শতাংশ বেড়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত ৩ হাজার ৬২৯ জনকে নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩৮ জন হয়েছে। আর নতুন করে ৮৮ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৮৬৯ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ হাজার ২২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মৃত ৮৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন। এছাড়া রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর বিভাগে তিন জন করে ১২ জন রয়েছেন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫৩ জন, বেসরকারি হাসপাতালে ৩৪ জন, হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে এক জনকে।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৬০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয় জন, শূন্য থেকে ১০ বছরের নিচে এক জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৩৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৬৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ১৯ হাজার ১৭০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ১৬৫ জন।

Link copied!