দূষিত টিকা: জাপান বাতিল করলো আরো ১০ লাখ ডোজ মডার্নার টিকা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২১, ০২:৪১ পিএম

দূষিত টিকা: জাপান  বাতিল করলো আরো ১০ লাখ ডোজ মডার্নার টিকা

জাপানে বাতিল করা হয়েছে মডার্নার তৈরি ১০ লাখ ডোজ টিকা। যুক্তরাষ্ট্রের তৈরি এসব টিকায় দূষিত বস্তুর উপস্থিতি পাওয়ায় বাতিল করা হয়েছে টিকাগুলো। শনিবার (২৮ আগস্ট) জাপানে মডার্নার টিকা গ্রহণের পর ২ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) জাপানের রাজধানী টোকিওর নিকটবর্তী এলাকা গুনমায় মডার্নার টিকায় দূষিত বস্তু পাওয়া যায়। করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়্যান্টের আক্রমণে নাকাল দেশটি। আগস্ট মাসেই দৈনিক সংক্রমিত হয়েছেন ২৫ হাজারেরও বেশি মানুষ।

স্থগিত ১০ লাখ ডোজসহ দুই দফায় জাপানে ২৬ লাখেরও অধিক ডোজ মডার্নার টিকার ব্যবহার স্থগিত করা হলো। জাপানে টিকা বিষয়ক তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কোভ-ন্যাভি’র ভাইস চেয়ারম্যান ডা. তাকাহিরো কিনোশিতা মডার্নার টিকা নিয়ে ২ জন মারা যাওয়ার বিষয়ে বলেন, ‘টিকা প্রাপ্ত দুষণের কারণে মারা যাওয়ার কথা নয়। দূষণের ফলে মৃত্যুর সম্ভাবনা থাকলে বহু মানুষের মৃত্যু হতো। তবে দূষণের ক্ষতি সম্পর্কে অবশ্যই অধিকতর গবেষণা প্রয়োজন আছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দূষণের কারণে জাপানে মডার্নার টিকার ১৬ লাখ ৩০ হাজার ডোজ বাতিল করা হয়। জাপানের ৮ শতাধিক কেন্দ্রে টিকাগুলো পাঠানো হয়েছিল। টিকাগুলোর অনেক শিশিতে দূষণের প্রমাণ পাওয়া গেলে সতর্কতার অংশ হিসেবে সেগুলোর ব্যবহার বন্ধ রাখা হয়।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মডার্নার ওই টিকাগুলোতে ধাতব কণা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স  

 

Link copied!