শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বাধ্যতামূলক করার পরামর্শ কোভিড পরামর্শক কমিটির

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২১, ১২:৩২ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বাধ্যতামূলক করার পরামর্শ কোভিড পরামর্শক কমিটির

সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী ১২ সেপ্টেম্বর খুলছে স্কুল-কলেজ। সোমবার (৬ সেপ্টেম্বর) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রি-স্কুল বাদে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলার ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছে।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরামর্শ দিয়ে কমিটি বলেছে মাস্ক না পরলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিতে। কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীর জন্য সঠিক মাপের মাস্ক এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে হাত ধোয়া এবং হাত জীবানু মুক্তকরণ বুথ স্থাপন করতেও পরামর্শ দিয়েছি কমিটি।

এছাড়াও ‍প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের কমপক্ষে ৮০ শতাংশ শিক্ষক-কর্মচারীকে কোভিড-১৯ এর টিকা নিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। দ্বিতীয় ডোজ গ্রহণের অন্তত ১৪ দিন পর তাদের কর্মস্থলে যোগ দিতে বলেছে তারা। তবে ক্ষেত্র বিশেষ প্রথম ডোজের ১৪ দিন পরও তারা কাজে যোগ দিতে পারবেন।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে এবং শ্রেণীকক্ষে সমাগম নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেক শ্রেণীর জন্য সপ্তাহের একটি নির্দিষ্ট দিন ও একটি নির্দিষ্ট কক্ষ নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। অর্থাৎ, প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট দিনে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের জন্য নির্ধারিত শ্রেণীকক্ষে ক্লাস করবে। এছাড়াও প্রথম দিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বল্প সময়ের জন্য খোলা রাখার পরামর্শ দিয়েছে পরামর্শক কমিটি। যাতে খাবার খাওয়ার সময় মাস্ক না খুলতে হয়।

আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ হলো টিভি রুম, ডাইনিং, ক্যাফেটেরিয়া, স্পোর্টস রুম ইত্যিাদি বন্ধ রাখা। রান্নাঘর থেকে খাবার শিক্ষার্থীদের সরাসরি সরবরাহ করা। একজন শিক্ষার্থী একটি মাত্র বিছানা ব্যবহার করাসহ নামাজ এবং অন্যান সমাবেশের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিটিতে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ‘কি করণীয়’ আর ‘কি বর্জনীয়’ সেই বিষয়ে স্কুল-কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, কর্মচারীদের অবগত করতে অনলাইন সেশন আয়োজন কিংবা লিফলেট তৈরি এবং সেগুলো সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করতে বলেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এছাড়া কোন শিক্ষার্থীর কিংবা তার পরিবারের কারো কোভিডের লক্ষণ দেখা কিংবা কোভিড হলে তাকে অনুপস্থিত বিবেচনা না করে তাকে অন্তত ১৪ দিন নিজের বাড়িতে থাকার অনুমতি দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে এবং তার রিপোর্ট তৈরি করতে হবে।

এছাড়া কমিটি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পরামর্শ সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা সে বিষয়ে একটি মনিটরিং সেল গঠন করতে হবে।

Link copied!