ইউটিউব থেকে সাময়িক নিষিদ্ধ স্কাই নিউজ অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২১, ১১:৫৯ পিএম

ইউটিউব থেকে সাময়িক নিষিদ্ধ স্কাই নিউজ অস্ট্রেলিয়া

করোনার ভুয়া নিউজ প্রচারের অভিযোগে  স্কাই নিউজ অষ্ট্রেলিয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ইউটিউব। এর ফলে  আগামী এক সপ্তাহের জন্য ইউটিউবে নতুন কোনো কনটেন্ট আপলোড করতে পারবে না চ্যানেলটি।

ইউটিউবের নির্দেষ্ট কিছু গাইডলাইন লঙ্ঘন করায় ‘থ্রি স্ট্রাইক পলিসি’র মধ্যে চ্যানেলটিকে প্রথম ‘স্টাইক’ পাঠিয়েছে এই ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। আর দুটি স্ট্রাইক পেলেই স্থায়ীভাবে ইউটিউবের পথ বন্ধ হবে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার জন্য।

ঠিক কোন তথ্যের কারণে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি ইউটিউব কর্তৃক প্রকাশিত বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, এই চ্যানেলের একটি পুরনো ভিডিওতে করোনার চিকিৎসা নিয়ে ভুল তথ্য পেয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

এনিয়ে একজন মুখপাত্র সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, ঐ ভিডিওতে করোনা রোগীদের জন্য হাইড্রক্সিক্লোরোকুইন বা আইভারমেকটিন ব্যবহারের কথা বলা হয়েছে। তবে করোনার ক্ষেত্রে এই ওষুধগুলো কার্যকর কিনা তা এখনো প্রমাণিত নয়। তবে স্কাই নিউজ বলছে, এটি স্বাধীন চিন্তাধারার পরিপন্থী। এর কারণে গুগল থেকে রাজস্ব পাওয়ার ক্ষেত্রেও বেগ পেতে হবে সংবাদ মাধ্যমটিকে।

সূত্র: বিবিসি।

Link copied!