বর্তমানে তরুণ প্রজন্মের কাছে কেনাকাটার জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অনলাইন মাধ্যম। করোনা পরিস্থিতি ও সময় বাঁচানোর জন্য অনলাইনেই ঝুঁকছে সবাই। বিভিন্ন ওয়েবসাইট ছাড়াও গড়ে উঠেছে ফেসবুকভিত্তিক কেনা-বেচার মাধ্যম।
তবে অনলাইনে সাধ ও সাধ্যের মিশেল যেন সবসময় হয় না। কখনও কখনও অল্প সময়ের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে গুনতে হয় বাড়তি টাকা। তাই এমন শখ বা প্রয়োজন মেটানো যায় না সবসময়। ক্রেতাদের এই বিষয়টি মাথায় রেখেই যাত্রা শুরু করেছে ‘ধার নাও’ অ্যাপ।
অ্যাপটির নাম ও কাজের মিল দারুণ। অ্যান্ড্রয়েড অ্যাপ আর ওয়েবসাইট দুই মাধ্যম থেকেই ক্রেতারা এখানে ধার করতে বা ভাড়া নিতে পারবেন। এই ওয়েবসাইটে কোনো পণ্য বিক্রি হয় না। শুধু ধার নেওয়া যায়।
নতুন এ অ্যাপের মূল উদ্যোক্তা জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসিন আহমেদ ও ইউটিউবার ওয়ালি হাসান। তাহসিন জানান, আমরা আসলে মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখেই অ্যাপের উদ্যোগ নিয়েছি। কারও হয়তো ল্যাপটপ নেই। কিন্তু কারও পড়াশোনা বা অ্যাসাইনমেন্ট করতে এক দিনের জন্য ল্যাপটপ লাগবে। সেক্ষেত্রে ধার নেওয়া ছাড়া তো তার উপায় নেই।
ওয়ালি হাসান বলেন, প্রায়ই আমাদের এমন হয় যে অনলাইনে কিছু দেখলাম আর কিনতে ইচ্ছে হলো। কিন্তু সবসময় সেটি সম্ভব হয় না। আবার এমন কোনও জিনিস আবার ২-১ দিনের জন্য প্রয়োজন। সেক্ষেত্রে পণ্যটি কেনা নিয়ে আমরা খুবই দ্বিধায় থাকি। এমন ঝক্কি থেকে মুক্তি দিতেই আসলে আমরা এই অ্যাপ শুরু করি।
ওয়ালি আরও বলেন, ধার নেওয়ার প্রচলন কিন্তু আমাদের সমাজে অনেক আগে থেকেই। আর বিষয়টি খুবই স্বাভাবিক। আমরা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের কাছ থেকে প্রয়োজনে ধার নিচ্ছি। ‘ধার-নাও’ আসলে সেই গন্ডিটিই বড় করেছে, যেখান থেকে আপনি নিশ্চিন্তে ধার নিতে পারবেন।
কদিনের জন্য পণ্য ধার নিতে আগ্রহীদের জন্যই মূলত এ ধরনের অ্যাপ তৈরির ভাবনা। আপাতত অ্যান্ড্রয়েড বা ওয়েবসাইট থেকেই সরাসরি এ সুবিধা পাবেন ক্রেতারা। শিগগিরই আইফোন ব্যবহারকারীরাও অ্যাপের সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তরা। বিস্তারিত জানা যাবে www.dharnow.com ওয়েবসাইটে।