মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কাটলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২২, ০১:২৪ পিএম

মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কাটলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কাটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলে চড়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁও যাবেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৮ ডিসেম্বর) দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন শেষে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলের টিকিট কাটেন তিনি। এরপর সবুজ পতাকা উড়িয়ে মেট্রোরেলের যাত্রা শুরু করেন তিনি।

pm metro

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাঠে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের মাইলফলক উদ্বোধন করেছেন তিনি।

মেট্রোরেলে ভ্রমণের জন্য দুই ধরনের টিকিট রাখা হয়েছে। একটি দীর্ঘমেয়াদে ব্যবহারের এমআরটি পাস, অপরটি এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড।

ঢাকা ম্যাস র‌্যাপিড কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শুরুতে কেবল মেট্রোরেল স্টেশনের কাউন্টার থেকে নির্দিষ্ট জামানত দিলে মিলবে এমআরটি পাস। আর স্টেশনে থাকা কাউন্টার এবং পাশের স্বয়ংক্রিয় ‘টিকিট মেশিন’ থেকে একবারের যাত্রার জন্য টিকিট মিলবে। যাত্রা শেষে নির্ধারিত মেশিনে টিকিট কার্ডটি ফেরত দিলে তবেই স্টেশন থেকে বের হতে পারবেন যাত্রীরা।

Link copied!