শুক্রবার ৩১ মার্চ ২০২৩
      Beta
প্রতীকী চিত্র

রাজধানীর মগবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : শনিবার ১৮ মার্চ ২০২৩ ০১:২৪:০০ অপরাহ্ন | বাংলাদেশ

রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন একটি ভবনে আগুন লেগেছে। শনিবার (১৮ মার্চ) দুপুর ১২টা ৩৫ মিনিটে এই আগুন লাগে বলে দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আনিছুর রহমান।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মগবাজার মোড়ে নির্মাণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর আসে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।”

তবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানাতে পারেন নি  ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।