ইউক্রেন থেকে প্রতিদিন ৭০ হাজার শিশু শরনার্থী হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতি ১ মিনিটে ১ জন শিশু শরনার্থী হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৪ লাখ শিশু পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
মোট ৩০ লাখ বাসিন্দা শরনার্থী হয়েছে যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। রাশিয়ান সামরিক বাহিনীর এ অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৯টি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১শরও বেশি। বেশিরভাগ শিশুই কিয়েভ, খারকিভ, দোনেৎস্ক, সুমি,খারসেন এবং জিওটমর এলাকার।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ২০ তম দিন মঙ্গলবার রাজধানী কিয়েভের আশপাশের শহরে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।