ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ১২:৪০ পিএম

ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

ব্রিটিশ পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার বিকেলে ভিডিওলিংকে যুক্ত হয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এতে পশ্চিমাদের সামরিক সহায়তা এবং ইউক্রেনে নো ফ্লাই জোন বাস্তবায়নে সহায়তা চাইবেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় বিকেল পাঁচটায় পার্লামেন্টের চেম্বারে সরাসরি সম্প্রচারিত হবে ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষণ। আর হেডফোনে ভাষণের অনুবাদ শুনতে পাবেন আইনপ্রণেতারা।

ইউক্রেনীয় বাহিনীকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। তবে নো-ফ্লাই জোন বাস্তবায়নে ইউক্রেনের সহায়তার প্রস্তাব ন্যাটো জোটের সঙ্গে মিলে প্রত্যাখ্যান করেছে লন্ডন।

ইউক্রেনীয় সূত্র জানিয়েছে, জেলেনস্কি তার ভাষণে যুক্তরাজ্যের অস্ত্র সহায়তা বাড়ানোর আহ্বান জানাবেন। একই সঙ্গে তিনি আবারও নো ফ্লাই জোন বাস্তবায়নের তাগিদ দেবেন। এক ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, ‘এটা আমাদের এক নম্বর ইস্যু। গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক।’

আরও পড়ুন:

ইউক্রেনে রুশ অভিযান নিয়ে নতুন ঘোষণায় যা বললেন পুতিন

Link copied!