অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার রায়ে আট আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত বলেছে, দেড় বছর আগে সাবেক ওই সেনা কর্মকর্তাকে পুলিশ চেকপোস্টে গুলি করে হত্যার ঘটনাটি ছিল ‘পরিকল্পিত’। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সোমবার জনাকীর্ণ আদালতে এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন।
এ মামলার প্রধান দুই আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
এছাড়া তিন পুলিশ সদস্য এবং পুলিশের তিন সোর্সকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বাকি চার পুলিশ সদস্য এবং তিন এপিবিএন সদস্য বেকসুর খালাস পেয়েছেন। দণ্ডিত আসামিদের কোন অভিযোগে কেন সাজা দেওয়া হয়েছে, রায়ে তা তুলে ধরেছেন বিচারক।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মো. রাশেদ খানকে।
তিনি ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, যিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিলেন।
ওই ঘটনায় সিনহার বোন মামলা করার পর ১২ পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম। একজন আইনের লোক হয়েও ওসি প্রদীপ কীভাবে মাদকবিরোধী অভিযানের নামে বন্দুকযুদ্ধ সাজিয়ে খুন করে যাচ্ছিলেন টাকার জন্য, তা উঠে আসে তার তদন্তে।
সেখানে বলা হয়, তথ্যচিত্র নির্মাণে কক্সবাজারে গিয়ে সিনহা ও তার সঙ্গীরা টেকনাফের নিরীহ মানুষের উপর ওসি প্রদীপের ‘অবর্ণনীয় নির্যাতন-নিপীড়নের কাহিনী’ জেনে গিয়েছিলেন। এরপর বিপদ আঁচ করতে পেরে প্রদীপের পরিকল্পনায় সিনহাকে হত্যা করা হয়। প্রদীপের নির্দেশে সিনহাকে গুলি করেন লিয়াকত। বাকিরা তাদের সহযোগিতা করেন।
২০২১ সালের ২৭ জুন ওই ১৫ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছিলেন বিচারক ইসমাইল। সাত মাস পর সোমবার তিনি রায় ঘোষণা করলেন।
রায়ের আগে ১৫ আসামিকে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ প্রহরায় কক্সবাজার জেলা আদালতে নিয়ে আসা হয়। বেলা ২টায় আদালত কক্ষে হাজির করা হয় তাদের।
বেলা ২টা ২৪ মিনিটের দিকে বিচারক রায় ঘোষণা শুরু করেন। শুরুতেই তিনি বলেন, “রায় প্রায় ৩০০ পৃষ্ঠার। শেষের কিছু অংশ আমি পড়ছি।
“মূলত খোঁজার চেষ্টা করেছি, ঘটনাস্থল এপিবিএন চেকপোস্টে কেন এই দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড ঘটে। একটি প্রশ্নের উত্তর জবানবন্দি এবং আদালতে সাক্ষ্য-জেরা চলাকালেও বারবার খোঁজার চেষ্টা করেছি- এপিবিএন সদস্যরা স্যালুট দিয়ে চলে যেতে বলার পরও কেন আবার মেজর সিনহার গাড়ি থামানো হল? কেনই বা গুলি করা হল।”
বিচারক মোহাম্মদ ইসমাইল বলেন, “এপিবিএন সদস্যরা স্যালুট দিয়ে চলে যেতে বলার পরও কেন হত্যার ঘটনা থামাতে পারলেন না? তাদের দায়িত্ব ছিল চেকপোস্ট রক্ষা করা। হলে হয়ত এই দুঃখজনক ঘটনা ঘটতো না।
“এ বিষয়ে এপিবিএন সদস্য এসআই শাহাজাহান আদালতে প্রশ্নের জবাবে উত্তর দেয়, পাশেই একটা গাছের নিচে লিয়াকত দাঁড়িয়ে ছিল। কিছু বুঝে উঠার আগেই ১০-২০ সেকেন্ডের মধ্যে গুলি করে দেয়। কেন লিয়াকত গুলি করে তা সাক্ষী ও আসামিদের সাক্ষ্য ও জবানবন্দিতে জানার চেষ্টা করি।”
এরপর বিচারক ইসমাইল হোসেন বিভিন্ন সাক্ষী ও আসামির জবানবন্দি থেকে উদ্ধৃত করে কীভাবে সেদিনের রাতে ঘটনা ঘটে, কার কী ভূমিকা ছিল, আসামিরা কখন কে ঘটনাস্থলে আসে, ঘটনার রাতে কোন আসামি কী মন্তব্য করেছিল- সেসব বিষয় তুলে ধরেন।
পরে বেলা ৪টা ২০ মিনিটের দিকে সাজা ঘোষণা করেন বিচারক মোহাম্মদ ইসমাইল।
কার কী অপরাধ
বিচারক মোহাম্মদ ইসমাইল তার চূড়ান্ত সিদ্ধান্তে বলেন, “ষড়যন্ত্রমূলক ও পূর্ব পরিকল্পিত এই হত্যাকাণ্ডের ঘটনায় লিয়াকত ও ওসি প্রদীপ আগাগোড়া নেতৃত্ব দান করায় ৩০২,২০১,১০৯, ১১৪, ১২০ ও ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হল।”
লিয়াকতের সাজার কারণ ব্যাখ্যা করে বিচারক বলেন, “সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার উদ্দেশ্যে ওসি প্রদীপ কুমার দাশের সাথে ষড়যন্ত্র করে উপর্যপুরি গুলি করে আসামি লিয়াকত আলী। মৃত্যু নিশ্চিত করতে বিলম্বে হাসাপাতালে নিয়ে যায়। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ও হত্যার আলামত ধ্বংস করতে মেজর সিনহা ও তার সঙ্গী সিফাতের বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা করে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে।”
আর প্রদীপের সাজার কারণ জানিয়ে বিচারক বলেন, “সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার উদ্দেশ্যে আসামি প্রদীপ কুমার দাশ অপর আসামিদের সাথে অপরাধমূলক ষড়যন্ত্র করে পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নে অপর আসামিদের সহায়তায় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা করে, বুকে লাথি মেরে পাঁজরের দুটি হাড় ভেঙে, গলা চেপে মৃত্যু নিশ্চিত করে, হাসপাতালে পাঠাতে দেরি করিয়ে, হত্যার দায় থেকে বাঁচার জন্য এবং ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মামলার আলামত ধ্বংস করে, দুটি মিথ্যা মামলা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।”
প্রদীপের আইনজীবীরা শুনানিতে যুক্তি দিয়েছিলেন, টেকনাফের সাবেক এই ওসি সেই রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন ঘটনার ‘অনেক পরে’।
সে বিষয়ে বিচারক তার রায়ে বলেন, “টেকনাফ থানা থেকে রওনা হওয়ার সময় ওসি প্রদীপ একটি জিডি করে থানা থেকে বের হন এবং ফিরে থানায় আরেকটি জিডি করেন। যাওয়ার সময় জিডিতে শামলাপুর চেকপোস্টে গোলাগুলি হচ্ছে উল্লেখ করেন।
“এই মামলার সাক্ষী এমনিক আসামিরাও ঘটনায় ওসি প্রদীপ কুমার দাশের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। পূর্বাপর বিবেচনা করে তার ভূমিকা প্রমাণিত হয়েছে।”
যাবজ্জীবন সাজা পাওয়া তিন পুলিশ সদস্য নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব ও রুবেল শর্মা তাদের ঊর্ধ্বতনের আদেশ ‘অসৎ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের জন্য’ জেনেও অন্য আসামিদের সহায়তায় করে, প্রত্যক্ষ অংশগ্রহণ করে, ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যার দায় থেকে বাঁচার জন্য আলামত ধ্বংস করে এবং সিনহা ও তার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অপরাধে দণ্ডিত হয়েছে বলে জানান বিচারক।
এছাড়া মারিশবুনিয়া এলাকার তিন বাসিন্দা আয়াজ উদ্দিন, নুরুল আমীন ও নিজাম উদ্দিন নিজেদের এলাকায় মাইকিং করে ‘ডাকাত’ আখ্যায়িত করে গণপিটুনিতে সিনহা ও তার সঙ্গীকে হত্যার চেষ্টা করায়, ব্যর্থ হয়ে তাদের গতিবিধির বিষয়ে টেলিফোনে হত্যাকারীদের জানিয়ে দিয়ে ‘অপরাধ বাস্তবায়নে সহযোগিতা করায় এবং মাদকের মিথ্যা মামলায় সাক্ষী হয়ে অপরাধ করায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।
তিনি বলেন, অন্য সাত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হল।
আসামী | পরিচয় | অভিযোগ | শাস্তি |
প্রদীপ কুমার দাশ | কক্সবাজারের টেকনাফ থানার ওসি | সিনহা মো. রাশেদ খানকে হত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা, প্ররোচনা ও হত্যাকাণ্ডে জড়িত থাকা এবং পরে ঘটনা ধামা-চাপা দেওয়ার চেষ্টা | মৃত্যুদণ্ড |
লিয়াকত আলী | টেকনাফ থানার বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক | ত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা, সিনহা মো. রাশেদ খানকে সরাসরি গুলি করে হত্যা, ওসি প্রদীপের এসব পরিকল্পনায় সক্রিয় সহযোগিতা, হত্যার ঘটনাকে ধামাচাপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা | মৃত্যুদণ্ড |
নন্দ দুলাল রক্ষিত | বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই | সিনহাকে হত্যায় সহযোগিতা, ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য সিনহার গাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মিথ্যা মামলা দায়ের | যাবজ্জীবন |
রুবেল শর্মা | টেকনাফ থানার কন্সটেবল | ওসি প্রদীপের সঙ্গে ঘটনস্থলে গিয়ে হত্যার ঘটনা আড়াল করার চেষ্টা, সিনহার গাড়ি থেকে মাদক উদ্ধারের গল্প বানানো, সিনহার সঙ্গীকে নির্যাতন | যাবজ্জীবন |
সাগর দেব | টেকনাফ থানার এএসআই | ওসি প্রদীপের সঙ্গে ঘটনস্থলে গিয়ে হত্যার ঘটনা আড়াল করার চেষ্টা, সিনহার গাড়ি থেকে মাদক উদ্ধারের গল্প বানানো, সিনহার সঙ্গীকে নির্যাতন | যাবজ্জীবন |
মো. নুরুল আমিন | পুলিশের সোর্স | হত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নে জড়িত থাকা, সিনহাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা, সিনহার সহযোগীদের তথ্য সংগ্রহ, প্রদীপকে সহযোগিতা | যাবজ্জীবন |
মোহাম্মদ আইয়াজ | পুলিশের সোর্স | হত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নে জড়িত থাকা, সিনহাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা, সিনহার সহযোগীদের তথ্য সংগ্রহ, প্রদীপকে সহযোগিতা | যাবজ্জীবন |
মো. নিজাম উদ্দিন | পুলিশের সোর্স | হত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নে জড়িত থাকা, সিনহাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা, সিনহার সহযোগীদের তথ্য সংগ্রহ, প্রদীপকে সহযোগিতা | যাবজ্জীবন |
লিটন মিয়া | বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই | সিনহা হত্যাকাণ্ডের পর ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে সহায়তা করা, আহত সিনহার প্রতি নিষ্ঠুরতা দেখানো, অস্ত্র উঁচিয়ে লোকজনদের হুমকি, সিনহার সঙ্গীর ওপর নির্যাতন | খালাস |
ছাফানুল করিম | বাহারছড়া তদন্ত কেন্দ্রের কনস্টেবল | সিনহা হত্যাকাণ্ডের পর ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে সহায়তা করা, আহত সিনহার প্রতি নিষ্ঠুরতা দেখানো, অস্ত্র উঁচিয়ে লোকজনদের হুমকি, সিনহার সঙ্গীর ওপর নির্যাতন | খালাস |
কামাল হোসাইন আজাদ | বাহারছড়া তদন্ত কেন্দ্রের কনস্টেবল | সিনহা হত্যাকাণ্ডের পর ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে সহায়তা করা, আহত সিনহার প্রতি নিষ্ঠুরতা দেখানো, অস্ত্র উঁচিয়ে লোকজনদের হুমকি, সিনহার সঙ্গীর ওপর নির্যাতন | খালাস |
আবদুল্লাহ আল মামুন | বাহারছড়া তদন্ত কেন্দ্রের কনস্টেবল | সিনহা হত্যাকাণ্ডের পর ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে সহায়তা করা, আহত সিনহার প্রতি নিষ্ঠুরতা দেখানো, অস্ত্র উঁচিয়ে লোকজনদের হুমকি, সিনহার সঙ্গীর ওপর নির্যাতন | খালাস |
শাহজাহান আলী | এপিবিএন এর এসআই | শামলাপুর চেকপোস্টে সিনহাকে হত্যায় সহযোগিতা, সিনহাকে লিয়াকত গুলি করার পর তাকে ঘিরে রাখা | খালাস |
আবদুল্লাহ আল মাহমুদ | এপিবিএন কনস্টেবল | শামলাপুর চেকপোস্টে সিনহাকে হত্যায় সহযোগিতা, সিনহাকে লিয়াকত গুলি করার পর তাকে ঘিরে রাখা | খালাস |
মো. রাজিব হোসেন | এপিবিএন কনস্টেবল | শামলাপুর চেকপোস্টে সিনহাকে হত্যায় সহযোগিতা, সিনহাকে লিয়াকত গুলি করার পর তাকে ঘিরে রাখা | খালাস |