অসহায় হিসেবে বাসায় আশ্রয় নিয়ে শিশু চুরি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ০৪:৫০ পিএম

অসহায় হিসেবে বাসায় আশ্রয় নিয়ে শিশু চুরি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৭ মাস বয়সী শিশু চুরির ঘটনায় শিশু চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব ১০। নিখোঁজ হওয়া ওই দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- মুন্নি (১৮) ও মো. সুমন (২০)। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন হুজুরপাড়া বেইলি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর শোয়েব জানান, কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় ভাড়া বাসায় সন্তানসহ বসবাস করতেন সোনিয়া আক্তার (২১) ও সাগর (২৩) দম্পতি।

বুধবার (১৩ জুলাই) সাগরের বড়ভাই রিক্সাচালক শাহজাহান (২৮) বাড়ি ফেরার পথে মুন্নি ও সুমনের সঙ্গে দেখা হয়। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একরাত আশ্রয়ের জন্য শাহজাহানের কাছে সাহায্য চান।

পরে মুন্নি ও সুমনকে ছোট ভাই সাগরের বাসায় নিয়ে যান শাহজাহান। তাদেরকে রাতের জন্য বাসায় থাকার জায়গা দেওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে সাগর ও তার স্ত্রী সোনিয়া তাদেরকে বাসায় থাকার জন্য জায়গা দেন।

এই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে সাগর ও শাহজাহান কাজে বাসার বাইরে গেলে সুমনও তাদের সঙ্গে বেরিয়ে যান। দুপুরে সাগরের স্ত্রী সোনিয়া ৭ মাসের শিশু কন্যাকে ঘরে শুইয়ে রেখে রান্না করতে যান। কিছুক্ষণ পর সোনিয়া মেয়ের কোনো শব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তার মেয়ে ও মুন্নিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন।

আশে-পাশের লোক জড়ো হয়ে অনেকে খোঁজ করে কোথাও না পেয়ে তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে র‌্যাব ১০ এর কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে রাতেই কামরাঙ্গীরচরের বেইলি রোড থেকে চুরি করা ৭ মাস বয়সী শিশু কন্যাসহ দুইজনকে আটক করা হয়।

আটক সুমন ও মুন্নি শিশু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসা থেকে শিশু বাচ্চা চুরি করে নিঃসন্তানদের কাছে মোটা অংকের টাকায় বিক্রি করে দিতেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Link copied!