আইএমএফের ঋণ চারিত্রিক সনদের মতো: মসিউর রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২২, ১১:১৮ পিএম

আইএমএফের ঋণ চারিত্রিক সনদের মতো: মসিউর রহমান

আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ চারিত্রিক সনদ পাওয়ার মতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

বৃহস্পতিবার ‘সাউথ সাউথ অ্যান্ড ট্রাঙ্গুলার কো-অপারেশন : ট্যাপিং নিউ অপরচ্যুনেটিস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মসিউর বলেন, আইএমএফ বাজেট সহায়তা দেওয়ার অর্থ হচ্ছে, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সুষ্ঠ রয়েছে। এতে অন্য দেশ বা সংস্থা ঋণ দিতে আগ্রহ প্রকাশ করবে। বিনিয়োগও আসবে। অন্যান্য উন্নয়ন সহযোগি সংস্থাও বাংলাদেশকে ঋণ দিতে আগ্রহ দেখাবে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হবে এতে।

মসিউর রহমান বলেন, রিজার্ভ কমে যাওয়া এবং জিনিসপত্রের দাম বাড়া নিয়ে আমরা খুব চিন্তিত। আন্তর্জাতিক বাজারের কারণে বাংলাদেশেও দ্রব্যমূল্য বেড়েছে। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ চেইন ব্যাহত হয়েছিল। তবে এখন অনেক পণ্যের দাম কমেছে। সংকট গভীর ও দীর্ঘস্থায়ী হবে না। শিগগির সংকট কেটে যাবে।

এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। মূলপ্রবন্ধ পাঠ করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ এবং রিসার্স এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট নাজনিন আহমেদ, ইআরডির অতিরিক্ত সচিব ফয়জুল ইসলাম প্রমুখ।

Link copied!