আজ সরস্বতী পূজা। সনাহত ধর্মবিশ্বাসমতে, সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের দেবী। প্রতি বছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসের পিঠে চেপে দেবী সরস্বতী নেমে আসেন মাটির পৃথিবীতে। ধর্মীয় রীতি অনুযায়ী এদিন সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর চরণামৃত নেন ভক্তরা। এসবের পরে হয় বাণী অর্চনা।
পুরোহিতরা সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী “বিদ্যাংদেহী নমোহস্তু”তে এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করেন, পূজার আচার পালন করেন।
এরপর ভক্তরা দেন পুষ্পাঞ্জলি। মূলত শিক্ষার্থীরাই নানা আয়োজনের মধ্যে দিয়ে এ পূজা উদযাপন করে থাকে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন এলাকায় পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয় উঠে ঢাকা বিশ্বববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এ মাঠে সরস্বতী পূজা উপলক্ষে চমৎকার এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সরস্বতীয় পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বানী দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে হিন্দু সম্প্রদায়ের সকলকে জ্ঞানার্জনে ব্রুতী হয়ে দেশের অগ্রযাত্রায় আত্মনিয়োগের আহবান জানিয়েছেন।