দেশের পঞ্চম ধাপে ২৯টি পৌরসভা নির্বাচনের ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিন কোন সাধারণ ছুটি থাকবে না। এবং সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ চলবে। ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবির বাড়তি সদস্য মাঠে নেমেছেন।
মেয়র পদে দলীয় প্রতীকে কয়েকটি দল অংশ নিলেও বরাবরের মতই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রার্থীদের মধ্যে। এছাড়া কয়েকটি এলাকায় আওয়ামী লীগের নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তমূল লড়াই হবে বলে জানা গেছে।
এরইমধ্যে গতকাল (শুক্রবার) মধ্যরাত থেকে এসব নির্বাচনী এলাকায় প্রার্থীদের ভোটের প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে। বরাবরের মতোই সহিংসতা ও একতরফা ভোটের শঙ্কার অভিযোগ করেছেন বিএনপি দলের প্রার্থীরা।
তবে ভোটে সহিংসতা-গোলযোগ যেন না হয়, সে বিষয়ে ‘কঠোর অবস্থানে’ থাকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আগের চার ধাপের চেয়ে এবার ‘ভালো’ ভোট হবে বলেও প্রত্যাশা করছেন ইসি কর্মকর্তারা।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘পঞ্চম ধাপের সব পৌরসভায় প্রার্থীরা প্রচার শেষ করেছেন; ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পৌরসভায় মক ভোটিংও সম্পন্ন হয়েছে। এছাড়া রবিবারের ভোটের জন্য সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।’
করোনা মহামারীর মধ্যে এ নির্বাচনে সব কেন্দ্রে যাতে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ হয়, সেজন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন।
যেসব পৌরসভায় ভোট হবে
পঞ্চম ধাপে ভোট হবে চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া, লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, জামালপুরের সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট; বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, ভোলার সদর ও চরফ্যাশন, চাঁদপুরের শাহরাস্তি ও মতলব, কেশবপুর ও সৈয়দপুর, মাদারীপুর সদর ও শিবচর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল ও গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায়।
যেসব পৌরসভায় ভোট স্থগিত
এই ধাপে যশোর সদর, জামালপুরের দেওয়ানগঞ্জ ও চট্টগ্রামের রাউজান পৌরসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের আদেশে যশোর পৌরসভার ভোট স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনও।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন
আর রাউজান পৌরসভায় সব পদে একক প্রার্থী হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন নেই। এ ছাড়া মাদারীপুরের শিবচর ও চট্টগ্রামের মিরসরাইয়ে মেয়র পদে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।