ঢাকার কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার গবেষণার দরকার বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
শনিবার (১১জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে “নগরে নিম্নবিত্তের আবাসন- বাস্তবতা ও করণীয়” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ডিএনসিসির মেয়র ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ণে উন্নত দেশগুলোর ট্রাফিক ব্যবস্থাপনার দিকে দৃষ্টি দিতে আহবান জানান। স্বল্প আয়তনের অধিক ঘনত্বের ঢাকা শহরের কোন রাস্তা একমুখী হবে আর কোন রাস্তা দ্বিমুখী হবে সেটি গবেষণা করে নির্ধারণ করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ ঢাকা শহরে চলে আসছে। ক্রমাগত নিম্ন আয়ের মানুষের সংখ্যা ঢাকা শহরে বেড়েই চলছে। নিম্ন আয়ের এই বিশাল সংখ্যার মানুষের পুনর্বাসন ও জীবনমানের উন্নয়নে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বয় করে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মেয়র।
তিনি বলেন, "গবেষণায় দেখা গেছে ২০৫০ সালে দেশের ৭০ ভাগ লোক শহরে চলে আসবে। এ বিষয়টি আমাদের এখনই ভাবতে হবে।
তিনি বলেন, "দেশের সকল অভিবাসীদের গন্তব্যস্থান হয়ে গেছে ঢাকা শহর। যুগ যুগ ধরে এই ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী হাউজিং সোসাইটিগুলো তাদের আবাসন প্রকল্প সম্পন্ন করছে না। রাজউকসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে অনুরোধ করছি অপরিকল্পিতভাবে যেন আর আবাসন প্রকল্প গড়ে না ওঠে সেটি তদারকি করা। পরিবেশের ক্ষতি করে যেন কোন দালান নির্মাণ না করা হয়।"
বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের একটি ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রাসাদ মজুমদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জাব্বার খান এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সচিব মামুন আল রশীদ। সেমিনারে উপস্থাপিত গবেষণার ওপর আলোচনা করেন রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।