ঢাকার ৬৮% করোনা রোগীই ‘ডেল্টায় আক্রান্ত’

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২১, ০৯:০৯ পিএম

ঢাকার ৬৮% করোনা রোগীই ‘ডেল্টায় আক্রান্ত’

ঢাকায় যত করোনা রোগী এখন রয়েছে, তার ৬৮ ভাগের দেহেই ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ পেয়েছেন একদল গবেষক। ভারতের এই ধরনটি অনেক বেশি ভয়ানক বলে জানান সরকারি সংস্থা আইসিডিডিআর,বি উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন।

মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকায় করোনা ভাইরাস আক্রান্ত ৬০ জনের নমুনার জেনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে ৬৮ শতাংশের দেহে ডেল্টার সংক্রমণ পেয়েছে আইসিডিডিআর,বি।

প্রায় দেড় বছর আগে করোনা ভাইরাসের মানবদেহে ছড়িয়ে পড়ে। এরপর থেকে বেশ কয়েকবার সে তার রূপ পরিবর্তন করেছে। যুক্তরাজ্যের ভেরিয়েন্টের পর সবচাইতে ভয়ানক ভেরিয়েন্ট বলা হচ্ছে ভারতের এই ভেরিয়েন্টকে যার নামকরণ করা হয়েছে 'ডেল্টা ভেরিয়েন্ট' হিসেবে।

এই ধরন বা ভেরিয়েন্টটি (বি.১.৬১৭.২) অতি সংক্রামক হওয়ায় একে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারীতে ভারত বিপর্যস্ত হওয়ার জন্য এই ধরনটিকে দায়ী করা হচ্ছে।

আইসিডিডিআর,বি জানায়, এর আগে পরীক্ষায়ও ৫০টি নমুনার মধ্যে ৪০টিতে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গিয়েছিল। বর্তমানে এই ধরন ৬৮ শতাংশ পাওয়ার অর্থ হচ্ছে দেশে বর্তমানে এই ধরনের ভাইরাস সংক্রমণ হচ্ছে। এই ধরণের ভাইরাসে আক্রান্তদের দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয় বলেও জানায় গবেষণা প্রতিষ্ঠানটি।

তবে ধরন যাই হোক না কেন, করোনা ভাইরাস থেকে বাঁচার পদ্ধতি আগের মতই রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। আর তা হল স্বাস্থ্যবিধি মেনে চলা।

Link copied!