তিন মাসে রাজনৈতিক সহিংসতা : নিহত ৩৬, আহত ২১৪০ জন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২১, ০২:৫৫ পিএম

তিন মাসে রাজনৈতিক সহিংসতা : নিহত ৩৬, আহত ২১৪০ জন

মহামারি করোনাভাইরাসের মধ্যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গত তিন মাসে রাজনৈতিক সহিংসতার ১৬৬টি ঘটনায় ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজার ৪১০ জন। এই সময়ে ২৩৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪৫ জন। এ ছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন চারজন এবং চারজন আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত ও ক্রসফায়ারে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১২ জন।

আসক জানায়, এই সময়ে দেশে যৌন হয়রানি ও সহিংসতা, ধর্ষণ ও হত্যা, পারিবারিক নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতন, গৃহকর্মী নির্যাতন, এসিড নিক্ষেপসহ নারী নির্যাতনের অনেক ঘটনা ঘটেছে। তবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনার সংখ্যা ও এর ভয়াবহতা বেড়েছে।

গত তিন মাসের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ ও হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের কয়েকটি স্থানে ব্যাপক সহিংসতা ও সংঘর্ষ হয়। এতে ১৪ জন নিহত এবং শতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনা ঘটে। হেফাজতের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া শহর।  

হরতাল ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুষ্কৃতকারীরা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত সংগীত ও সংস্কৃতি চর্চাকেন্দ্রে ব্যাপক হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এ ছাড়াও সরকারি ভূমি অফিস, পুলিশ স্টেশন, পুলিশ ফাঁড়ি, সিভিল সার্জন কার্যালয়সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীরা হামলা ও নির্যাতনের শিকার হন।

Link copied!