দেশের নৌবাহিনীর আধুণিক ফ্রিগেট প্রজেক্টে আসছে তুরষ্ক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২১, ০৪:৫৮ পিএম

দেশের নৌবাহিনীর আধুণিক ফ্রিগেট প্রজেক্টে আসছে তুরষ্ক

নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে বাংলাদেশ ও তুরষ্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক। প্রতিরক্ষা খাতে ঢাকা-আঙ্কারার সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে দুই দেশ।বাংলাদেশ নৌবাহিনীর আধুণিক সমরাস্ত্র সজ্জিত ফ্রিগেট প্রকল্পের মাধ্যমে বহুবিধ সক্ষমতার মিসাইল ফ্রিগেট তৈরি ও কেনার ব্যাপারে বিদেশি জাহাজ নির্মাণ শিল্পের প্রযুক্তিগত সহযোগিতাকারী দেশের চূড়ান্ত তালিকায় তুরষ্ক শীর্ষে রয়েছে।

তুরষ্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র খবরে বলা হয়, বাংলাদেশ নৌ বাহিনীর আড়াই শ কোটি মার্কিন ডলারের ফ্রিগেট প্রকল্পে যুক্তরাজ্য, ফ্রান্স,দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তুরস্ক, চীন, নেদারল্যান্ডস ও ইতালি  প্রকল্পে কাজ কাজ করার জন্য দরপত্র জমা দেয়।  এক্ষেত্রে কাজ পেতে ‘এসটিএম ডিফেন্স টেকিনোলিজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেড’ নামে তুরষ্কের প্রতিরক্ষামন্ত্রণালয়ের একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান দরপত্রের দৌড়ে এগিয়ে রয়েছে। এই প্রতিষ্ঠানটি আধুণিক প্রযুক্তিসম্পন্ন ও সমরাস্ত্র ফ্রিগেট ইস্তাম্বুল ক্লাস তৈরি করে থাকে। দরপত্রে মূল্যের দিক দিয়ে তুরষ্কের প্রস্তাব অন্য তিন দেশের তুলনায় সুবিধাজনক হওয়ায় তুরষ্কেরই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি বলে খবরে বলা হয়।   

ডেইলি সাবাহ’র খবরে আরও বলা হয়, খুব দ্রুত সময়ে এ বিষয়ে আঙ্কারা-ঢাকার মধ্যে চুক্তি হতে পারে। এতে তুরষ্কের ইস্তাম্বুল শিপইয়ার্ডের সাথে কাজ করবে বাংলাদেশের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান চট্টগ্রাম শিপইয়ার্ড।

নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে তুরষ্কের কাছ থেকে বাংলাদেশ  সমরাস্ত্র কিনেছে। সম্প্রতি আঙ্কারার কাছ থেকে ঢাকা ডেলিভারি পেয়েছে ওই দেশটির অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান রকেটসান নির্মিত টিআরজি-৩০০ মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং রকেট। গত ২০ জুন তুরস্কের টাইগার টি-৩০০ রকেট সিস্টেম হস্তান্তর করা হয়েছে সাভার ক্যান্টনমেন্টে।

তুরষ্ক গত ১৬ জুন বাংলাদেশ নেভি খুলনা শিপইয়ার্ডের সাথে চুক্তি করেছে তিনটি ডাইভিং সাপোর্ট বোট নির্মাণের। এগুলো নির্মাণ করা হবে তুরষ্কের আধুনিক নকশা অনুসারে। বাংলাদেশ আইএসপিআরের তথ্য অনুসারে, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট ইসমাইল দেমিরসহ তুরস্কের নৌ এবং বিমানবাহিনীর কর্মকর্তাদের সাথে বাংলাদেশের কর্মকর্তাদের বৈঠকে জাহাজ নির্মাণ, সাইবার সিকিউরিটি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের নৌবাহিনীর উন্নয়নে আধুণিক সমরাস্ত্র সজ্জিত ফ্রিগেট প্রজেক্টে তুরষ্কের প্রবেশের সম্ভাবনা জোরালো হয়েছে।

Link copied!