জাল নোট শনাক্তকরণে মেশিন থাকছে

দেশে পশুর হাটগুলোতে ব্যাংকিং সেবা ঈদের পূর্বদিন রাত ১০টা পর্যন্ত

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ২৪, ২০২৩, ১০:০৪ পিএম

দেশে পশুর হাটগুলোতে ব্যাংকিং সেবা ঈদের পূর্বদিন রাত ১০টা পর্যন্ত

শনিবার বিকেলে দিয়াবাড়ী পশুর হাটের চিত্র। ছবি: সাইমুন মুবিন পল্লব

ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে ব্যাংকগুলোর ছুটি ২৭ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চার দিন হলেও কোরবানির পশুর হাটে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা চলবে ২৮ জুন রাত ১০টা পর্যন্ত।

এজন্য ৩১ ব্যাংককে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির ১৯টি ও চট্টগ্রাম সিটির দুই পশুর হাটে সেবা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এ তিন মহানগরীর বাইরে সকল সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে এ ব্যাংকিং সেবা দিতে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংককে দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে দায়িত্বপ্রাপ্ত ব্যাংকগুলোকে।

এসব হাটে নোট কাউন্টিং ও জাল নোট শনাক্তকরণে বিনা ফিতে সার্ভিস দেয়ার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে।

এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের একাধিক নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে অধিক সংখ্যক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। এসব হাটে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী ও ক্রেতারা ব্যাংকের এসব শাখা, উপশাখা ও বুথ ব্যবহার করে নিরাপদে অর্থগণনা (মেশিনে কাউন্টিং) ও লেনদেন সেবা গ্রহণ করতে পারেন।

এদিকে ২৭ জুন থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। সেজন্য ঈদের ছুটি চলাকালীন বর্ধিত এ সেবার জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীগণকে বিশেষ ভাতা দিতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 

Link copied!