দ্বিতীয় দফায় চীন সরকারের উপহার হিসেবে দেয়া ৬ লাখ করোনা ভাইরাসের টিকা এসে পৌঁছেছে বাংলাদেশে। রবিবার বিকালে দেশে অবতরণ করে টিকা পরিবহণকারী সি-১৩০ জে বিমান দুটি।এর আগে, রবিবার সকালে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর দুটি বিমান।
প্রথম দফায় চীনের উপহারের পাঁচ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা বুধবার দেশে পৌঁছায়। সর্বশেষ চীনের দ্বিতীয় টিকা হিসেবে বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানির তৈরি করোনা ভাইরাসের টিকা।
ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দিয়ে বাংলাদেশে গণটিকাদান শুরু হয়েছিল গত ফেব্রুয়ারিতে। সেরাম থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি হলেও পরবর্তীতে ভারতে সংক্রমণের হার প্রবল আকারে ধারণ করলে টিকা রফতানি বন্ধ করে দেয় দেশটির সরকার।
ফলে ৭০ লাখ ডোজ টিকা পাওয়ার পর আর পায়নি বাংলাদেশ। বিকল্প উৎস হিসেবে বর্তমানে রাশিয়ার স্পুটনিক, চীনের সিনোভ্যাক এবং ফাইজারসহ অন্যান্য টিকার দিতে ঝুঁকছে বাংলাদেশ। এরই মধ্যে দেশে রাশিয়া ও চীনের টিকা উৎপাদনের জন্যও আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।