পানি ঢুকছে হাওরে, সময়ের আগেই ফসল তুলছেন কৃষক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ০৪:২৮ পিএম

পানি ঢুকছে হাওরে, সময়ের আগেই ফসল তুলছেন কৃষক

পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরে বেড়েছে পানি। গত ২৪ ঘণ্টায় হাওরের সবকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। রবিবার সকালে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন বর্ধিত গুরমার ২৭ নম্বর প্রকল্পটি দেবে পানি ঢুকতে শুরু করে।

বর্ধিত গুরমার ২৭নং প্রকল্পটি দেবে গেছে, এমন খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর সকালে ওই এলাকা পরিদর্শনে আসেন। সকালের দিকে খবর আসে, ওয়াচ টাওয়ারের পূর্বদিকে বাঁধ উপচে হাওরে পানি ঢুকছে।

রায়হান কবীর বলেন, ‘পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে। ওয়াচ টাওয়ারসংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।’

এমন পরিস্থিতিতে ধান কাটায় ব্যস্ত হাওরের হাজার হাজার কৃষক । পানি বাড়তে থাকায় দ্বিতীয় দফায় ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কাঁচা-পাকা ধান কেটে ফেলছেন তারা। তাছাড়া দ্রুত ধান কেটে ফেলতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের মেঘালয়ে বৃষ্টি হওয়ায় জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কালনী-কুশিয়ারা নদী পানি ৫৩ সেন্টিমিটার, ধনু নদীর পানি ১৬ সেন্টিমিটার, মেঘনা নদীর পানি ৯ সেন্টিমিটার ও বৌলাই নদীর পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। বৌলাই নদীর পানি কালিয়াজুড়ি পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Link copied!