বন্ধ ১২ টি পাটকল বেসরকারিখাতে যাচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৫:৫৬ পিএম

বন্ধ ১২ টি পাটকল বেসরকারিখাতে যাচ্ছে

ধারাবাহিক লোকসানে থাকা ২৫টি সরকারি পাটকল গত বছরের ১ জুলাই বন্ধ করে দেয়া হয়। এরপর পাটকলগুলো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়ে চালুর পরিকল্পনা নেওয়া হয়। সেটিও গত ১৩ মাসে সম্পন্ন হয়নি। ফলে চালু হয়নি একটি পাটকলও। কিন্তু শীঘ্রই ১২ টি পাটকল বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা হয়েছে।

১২ টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ইজারা হবে 

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) দাবি, বন্ধ থাকা ১২টি পাটকল বেসরকারি খাতে ইজারা দেওয়ার প্রক্রিয়া একটা পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যে দেশি-বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ২৯টি প্রস্তাব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই ইজারা দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে।

জানা যায়, প্রথম পর্যায়ে ১৭টি পাটকল ইজারা দেওয়ার জন্য গত এপ্রিলের শেষ সপ্তাহে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিজেএমসি। সেগুলো হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের হাফিজ জুট মিলস, গুল আহমেদ জুট মিলস, কেএফডি জুট মিলস, এমএম জুট মিলস, আরআর জুট মিলস; ঢাকা অঞ্চলের ইউএমসি জুট মিলস, বাংলাদেশ জুট মিলস, রাজশাহী জুট মিলস, জাতীয় জুট মিলস এবং খুলনা অঞ্চলের প্লাটিনাম জুবেলি জুট মিলস, ক্রিসেন্ট জুট মিলস, ইস্টার্ন জুট মিলস, খালিশপুর জুট মিলস, দৌলতপুর জুট মিলস, স্টার জুট মিলস, যশোর জুট মিলস ও কার্পেটিং জুট মিলস।

২৪ প্রতিষ্ঠান আগ্রহ দেখায় 

আন্তর্জাতিক দরপত্র ডাকার পর দেশি-বিদেশি ২৪টি প্রতিষ্ঠান ১৪টি পাটকল ইজারা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো পৃথকভাবে ৫৯টি প্রাথমিক প্রস্তাব জমা দেয়। তখন খুলনা অঞ্চলের খালিশপুর, প্লাটিনাম ও স্টার জুট মিলস ইজারা নেওয়ার জন্য কোনো প্রস্তাব আসেনি। প্রাথমিক প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে ৪৮টির একটি তালিকা তৈরি করে বিজেএমসি। এসব প্রস্তাব যেসব প্রতিষ্ঠান দিয়েছে, তাদের চূড়ান্ত পরিকল্পনা পাঠাতে গত ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল সংস্থাটি।

শেষ পর্যন্ত ১২টি পাটকল ইজারা নেওয়ার জন্য ২৯টি চূড়ান্ত পরিকল্পনা আসে। এবারে চট্টগ্রামের এমএম ও নরসিংদীর ইউএমসি জুট মিলস নিতে কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। আর ২৯টি চূড়ান্ত পরিকল্পনার মধ্যে ভারতের মোহন জুট ও প্যাসিফিক জুট মিলসহ চারটি পাটকল ইজারা পেতে আবেদন করেছে। সেগুলো হচ্ছে যশোর জুট ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন জুট মিলস, কার্পেটিং জুট মিলস ও দৌলতপুর জুট মিলস। আর যুক্তরাজ্যের জুট রিপাবলিক চেয়েছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস।

বিজেএমসির কর্মকর্তারা জানান, মূল্যায়ন কমিটি প্রস্তাবগুলো সাতটি পয়েন্টে র‍্যাঙ্কিং করেছে। তারপরই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Link copied!