নিজেদের সঙ্কট থাকলেও বাংলাদেশকে করোনা টিকা সরবরাহ বন্ধ করবে না বলে জানিয়েছেন করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা ভারত।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভারত থেকে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এ কথা বলেন।
ভারতের হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে নিবিড় সম্পর্ক থাকায় অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এরই মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।’
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার চুক্তি অনুযায়ি নির্ধারিত সময়ে করোনাভাইরাসের টিকা সরবরাহের কথা বললেও দেশটির টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা বলছেন অন্যকথা। বুধবার (২১ এপ্রিল)
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে টিকা রফতানির সম্ভাবনা নেই। এই মুহূর্তে টিকা রফতানি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।’
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা আড়াই লাখের বেশি রয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন। একদিনে আক্রান্তের এই সংখ্যা সারাবিশ্বের মধ্যে সর্বোচ্চ।
মঙ্গলবার (২০ এপ্রিল) গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছিলেন ২ লাখ ৫৯ হাজারের বেশি। আর বুধবার (২১ এপ্রিল) ওই সংখ্যা ছাড়িয়ে যায়। ওইদিন গত ২৪ ঘন্টায় দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪১ জন। দেশটিতে মৃত্যুর সংখ্যাও প্রতিদিন বেড়ে চলেছে।
বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন মারা গেছেন। গত এক সপ্তাহ ধরে মুত্যর সংখ্যা কোনোভাবেই কমছে না। মৃত্যুর মিছিলে প্রায় প্রতিদিন যোগ হচ্ছে দেড় হাজারের বেশি মরদেহ। তবে সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যুমিছিলে যোগ হয়েছে ২ হাজার ১০২ মরদেহ। গতকাল একদিনে মারা গিয়েছিল ২ হাজার ২৩ জন।
করোনাভাইরাসে বিপর্যস্ত দেশটির কথা চিন্তা করেই ‘আগামী দুই মাসের মধ্যে টিকা রফতানির দিকে তাকানো উচিত হবে না’ বলেও মন্তব্য করেন বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা।