বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি তিন কোটি 'ব্ল্যাংক স্মার্টকার্ড' সরবরাহ করবে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৩, ০৭:৩৩ পিএম

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি তিন কোটি 'ব্ল্যাংক স্মার্টকার্ড' সরবরাহ করবে

বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি নির্বাচন কমিশনকে তিন কোটি 'ব্ল্যাংক স্মার্টকার্ড' সরবরাহ করবে। এ বিষয়ক একটি ক্রয় প্রস্তাব মঙ্গলবার মন্ত্রীসভা কমিটিতে অনুমোদিত হয়েছে। 

এতে সরকারের ব্যয় হবে ৪০৬ কোটি ৫০ লাখ টাকা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই নির্বাচন কমিশন আরও তিন কোটি ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড তুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে এ ক্রয় প্রস্তাব পাশ হয়।

অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, 'আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (আইডিইএ-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এসব স্মার্টকার্ড কেনা হবে। 

বাংলাদেশ নির্বাচন কমিশনের এ প্রকল্পের জন্য বাংলাদেশ সশস্রবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে তিন কোটি ‘ব্ল্যাংক স্মার্টকার্ড’ ৪০৬ কোটি ৫০ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। 

এ প্রকল্প ২০২০ সালের ২৫ নভেম্বর অনুমোদন দেওয়া হয়েছিল। ইতোমধ্যে নির্বাচন কমিশন বেশীরভাগ ভোটারকে স্মার্টকার্ড বিতরণ করেছে।

দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখের কাছাকাছি। ২০১৬ সাল থেকে নাগরিকদের স্মার্টকার্ড দেওয়া শুরু হয়েছিল।

কমিশন সূত্র জানায়, প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সাড়ে সাত কোটি স্মার্টকার্ড মুদ্রণ ও বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে।

Link copied!