শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ০৫:১৩ পিএম

শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার শাহবাগে ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখনো অনেক সমস্যা রয়ে গেছে। বিএনপি সমস্যা সমাধানে ৩১ দফা দিয়েছে। শেখ হাসিনা বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন দেশে হামলার। শেখ হাসিনাকে এ দেশে আর রাজনীতি করতে দেবো না।’

এ সময় চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ‘দেশে নতুন সূর্য উঠেছে। ছাত্রদল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরে আসবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা দেশের মানুষের চাওয়া।’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে এই সমাবেশ করছে ছাত্রদল। এতে যোগ দিতে দুপুর ১২টার পর থেকেই নেতা-কর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগে আসতে দেখা যায়। বিভিন্ন জেলা ও মহানগরের নেতা-কর্মীদের পদচারণায় মুখ শাহবাগ।

এ সময় তাদের সংগঠনের প্রতীক সম্বলিত পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা যায়। 

ছাত্রদলের এ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Link copied!