এনসিপির সমাবেশে আখতার হোসেন

জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ০৬:৫৮ পিএম

জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে

ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে তিনি এ দাবি জানান।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ অপেক্ষা করছেজুলাই সনদের প্রতিটি কথা বাস্তবায়ন করতে হবে। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের সংস্কার অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে।’ 

দেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্যের বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। বিচার বিভাগকে কোনো দলের কর্তৃত্বের অধীনে যেতে দেওয়া হবে না। সচিবালয়ে যে নীতি হবে, তা জনগণের স্বার্থে হতে হবে।

এ সময় দলটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘এই বাংলাদেশে ইসলামোফোবিয়ার জায়গা হবে না। এই বাংলাদেশে ইসলামবিদ্বেষের জায়গা হবে না। এই বাংলাদেশে কোনো জঙ্গির জায়গা হবে না, আবার জঙ্গি নাটকেরও জায়গা হবে না।

এর আগে বিকেল ৫টার কিছু আগে শুরু হয় এনসিপির সমাবেশ। এতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতা-কর্মীরা শহীদ মিনার এলাকায় জড়ো হন। সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার পাঠ করবেন।

এক দফা ঘোষণার এক বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং নতুন সংবিধানের দাবিতে এই ইশতেহার ঘোষণা করা হবে বলে ভিডিও বার্তায় আগেই জানিয়েছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

Link copied!