প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক পুরি-শিঙাড়া বিক্রেতা নিহত হয়েছেন। তাঁর পরিবার দাবি করছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পিটুনিতেই তার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা নজরুল খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকায় স্ত্রী আকলিমা বেগম ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয়ভাবে পুরি ও শিঙাড়া বিক্রি করতেন।
নজরুলের মামা কামাল হোসেন জানান, নজরুল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং খিলগাঁও থানায় তাঁর বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে।
ঘটনার বর্ণনায় কামাল বলেন, শুক্রবার রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরুলের বাসায় ঢুকে তাঁর স্ত্রী ও সন্তানদের সামনেই মারধর করেন। এরপর নজরুল ও তাঁর স্ত্রীকে বাসাবো ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে আবারও বেধড়ক মারধর করা হয়।
শনিবার ভোর ৪টার দিকে নজরুল অচেতন হয়ে পড়লে দুই সদস্য allegedly তাঁর স্ত্রীকে ১,০০০ টাকা দিয়ে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। গুরুতর অবস্থায় নজরুলকে সেখানে নিয়ে যান তাঁর স্ত্রী। পরে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নজরুলের স্বজনদের দাবি, তাঁর হাত ও পিঠে মারধরের স্পষ্ট দাগ ছিল, যা পিটিয়ে হত্যার প্রমাণ বহন করে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “নজরুলকে তাঁর পরিবার মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”