যুক্তরাষ্ট্র বসে অফিস করার সুযোগ পাচ্ছেন না ওয়াসার এমডি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ১০:০৯ পিএম

যুক্তরাষ্ট্র বসে অফিস করার সুযোগ পাচ্ছেন না ওয়াসার এমডি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের ৪০ দিনের ছুটিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। তার ছুটির আবেদন অনুমোদন করেছে স্থানীয় সরকার বিভাগ। আর ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন পরিচালক (টেকনিক্যাল) এ কে এম শহীদ উদ্দিন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ঢাকা ওয়াসা বোর্ড সভায় এ  সিদ্ধান্ত নেওয়া হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা ওয়াসা বোর্ড মেম্বার খ. ম. মামুন রশিদ শুভ্র দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ঢাকা ওয়াসার এমডি নিজের চিকিৎসা ও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে ৪০ দিনের ছুটিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

ঢাকা উত্তর করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও ওয়াসা বোর্ড মেম্বর শিখা চক্রবর্তী দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ওয়াসার এমডি ৪০ দিনের জন্য বিদেশে যাচ্ছেন। আর ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন এ কে এম শহীদ উদ্দিন।

জানা গেছে, রাজধানীর বাসিন্দাদের কাছে পানি সরবরাহের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা। এই প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রে বসেই অনলাইনে ঢাকায় অফিস করতে চেয়েছিলেন। কিন্তু ঢাকা ওয়াসা বোর্ড সেই আবেদনের বিরোধিতা করে। ফলে বাধ্য হয়ে, ৪০ দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ওয়াসার এমডি।

ওয়াসার সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে ওয়াসা বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে চলতি মাসের ৭ সেপ্টেম্বর তাকসিম এ খান যুক্তরাষ্ট বসে ঢাকায় অফিস করতে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদন করেন। তবে তা অনুমোদন দেননি অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মো. খাইয়ুল ইসলাম। 

ওই আবেদনে বলা হয়েছিল, নিজের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে যেতে চান তাকসিম এ খান। ঢাকা ওয়াসা বোর্ড ১০  আগস্ট থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি অনুমোদন করলেও সে সময় দাপ্তরিক কাজের কারণে যেতে পারেননি। সেজন্য ২৪ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি চান।

তবে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, বিভিন্ন পক্ষের ব্যাপক সমালোচনার কারণে ওয়াসার এমডি যুক্তরাষ্ট্র থেকে দায়িত্ব পালনের অংশ বাদ দিয়ে আরেকটি নতুন ছুটির আবেদন জমা দেন।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে ২০২১ সালের ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই তিন মাস (প্লাস ট্রানজিট) যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে ঢাকায় অফিস করেছিলেন প্রকৌশলী তাকসিম এ খান। আবার ওই বছরের ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য থেকেই অনলাইনে অফিস করেন তিনি।  আর ২০১৯ সালের ১১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ছুটিতে যুক্তরাষ্ট্রে ছিলেন তাকসিম এ খান। 

Link copied!