সক্ষমতা থাকলে অসুস্থকে জরুরি স্বাস্থ্যসেবা দিতে অসম্মতি নয়: হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ১০:৩৪ পিএম

সক্ষমতা থাকলে অসুস্থকে জরুরি স্বাস্থ্যসেবা দিতে অসম্মতি নয়: হাইকোর্ট

কোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসকের কাছে নেওয়া হলে সক্ষমতা থাকলে ওই অসুস্থ রোগীকে জরুরি স্বাস্থ্যসেবা দিতে অসম্মতি জানাতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো জরুরি চিকিৎসাসেবা দিতে অসম্মতি জ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আসছে বছরের ১৮ জানুয়ারি।

রবিবার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও একাডেমি অব ল অ্যান্ড পলিসি (আলাপ) অসুস্থ ব্যক্তিদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যর্থতা নিয়ে হাইকোর্টে  ওই রিট করে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন আইনজীবী রাশনা ইমাম, শারমিন আক্তার ও খন্দকার নিলীমা ইয়াসমিন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।

আদালতের আদেশে বলা হয়েছে,  ‘কোনো অসুস্থ ব্যক্তিকে যখনই হাসপাতাল বা ক্লিনিক অথবা চিকিৎসকের কাছে আনা হয়, ওই অসুস্থ ব্যক্তির তাৎক্ষণিক জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ অসম্মতি জ্ঞাপন করতে পারবে না। যদি কোনও হাসপাতাল বা ক্লিনিকে এরূপ জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে জরুরি সেবাগুলো বিদ্যমান রয়েছে এমন নিকটস্থ কোনও হাসপাতালে ওই ব্যক্তিকে পাঠাতে হবে।’

Link copied!