বিষমুক্ত ফসল উৎপাদনে আগ্রহী হতে সংশ্লিষ্টদের আহবান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১২ মে) সাভার সেনানিবাসে আন্ত:ফরমেশন কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতার কার্যক্রম পরিদর্শনে যান সেনাপ্রধান। সেসময় বিভিন্ন ফলজ বাগান, কৃষি পণ্যের ক্ষেত এবং মাছ চাষের জন্য তৈরী পুকুর ঘুরে দেখেন। এরপর প্রকল্প এলাকায় ফল গাছের চারা রোপন ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এদিন সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন করেন তিনি।
পরে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে সেনাসদরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান আরও বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সেনাবাহিনী। এক্ষেত্রে দেশের বিভিন্ন সেনানিবাসে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিপণ্য উৎপাদনসহ অনাবাদী জমি চাষের আওতায় আনতে বিশেষ প্রকল্প নেয়া হয়েছে বলেও জানান জেনারেল শফিউদ্দিন আহমেদ।