মে ১৯, ২০২২, ০৯:৪৫ পিএম
পিরোজপুর সদর উপজেলা থেকে রিপন কুমার সাহা নামে এক স্বর্ণলুটকারীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেলে র্যাব-৬ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। রিপনের বিরুদ্ধে ১৯৯৯ সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি স্বর্ণের দোকান থেকে মালামাল লুট করে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে রিপনকে গ্রেফতারের বিষয়টি র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।
রিপন কুমারের বাড়ি খুলনার রূপসা উপজেলার সেনের বাজার এলাকায়। পেশায় তিনি একজন স্বর্ণ কারিগর। নাঙ্গলকোটের ওই দোকানেও স্বর্ণের কারিগর হিসেবে কাজ করতেন। সেখান থেকে দোকানের মালামাল নিয়ে পালিয়ে যান তিনি। পিরোজপুরেও তিনি সোনার দোকানে কারিগর হিসেবে কাজ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন সোনার দোকানে ডাকাতি করার কথা স্বীকার করেছেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। রিপনকে রূপসা থানায় হস্তান্তর করেছে র্যাব-৬। র্যাব-৬–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, সোনার দোকানে ডাকাতি করার ঘটনায় ১৯৯৯ সালের ৬ মার্চ নাঙ্গলকোট থানায় একটি মামলা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বুধবার রাতে র্যাব রিপনকে থানায় হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।