কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের ১৫ শিক্ষক ২১ মাস ধরে বেতন–ভাতা পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে বেকায়দায় পড়েছেন তাঁরা। পবিত্র ঈদুল ফিতরের আগেই তাঁরা বেতন-ভাতা পেতে চান।
কলেজ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে কুমিল্লা নগরের শাকতলা এলাকায় কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অর্থায়নে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন–ভাতা দেওয়া হতো। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর এটি জাতীয়করণ হয়। এরপর সরকার থেকে বেতন দেওয়া শুরু হয়।
বর্তমানে এ কলেজে ১ হাজার ১০০ শিক্ষার্থী এবং ৩৭ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আছেন। কিন্তু কলেজের ১৫ শিক্ষক অতিরিক্ত বেতন-ভাতা নিচ্ছেন এমন অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রণালয় ও জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তৎকালীন অধ্যক্ষ এ কে এম এমদাদুল হক। এ অবস্থায় ১৫ শিক্ষক ২০২০ সালের মে মাস থেকে (২০২১ সালের মে, জুন, জুলাই ব্যতীত) বেতন-ভাতা পাচ্ছেন না। তখন থেকেই অধ্যক্ষের সঙ্গে এই ১৫ শিক্ষকসহ অন্য শিক্ষকদের দ্বন্দ্ব শুরু হয়। এমতাবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি এ কে এম এমদাদুল হককে এই কলেজ থেকে চট্টগ্রামের সন্দ্বীপের সরকারি হাজী এ বি কলেজে বদলি করা হয়। এরপর ৫ এপ্রিল এ কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন মোহাম্মদ আবুল হোসেন। এরপরও মিলছে না বেতন–ভাতা।