৮০ শতাংশ পাকলেই ধান কাটার নির্দেশনা কেন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২১, ০২:২৬ পিএম

৮০ শতাংশ পাকলেই ধান কাটার নির্দেশনা কেন

খরতাপ ও আগাম বন্যা হওয়ার আশঙ্কায় হাওড় অঞ্চলগুলোতে বোরো ধান এখনই কাটার নির্দেশনা দিচ্ছে কৃষি অধিদপ্তর। তবে এতে ধানের গুণগত মান ও উৎপাদনের পরিমান কম হবার আশঙ্কা রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছে পুরো পাকার চেয়ে ৮০ শতাংশ পাকলেই এবার ধানকাটার সবচেয়ে উপযোগী সময়।

ফসলের অনাকাঙ্খিত ক্ষতি রোধ

চলতি বছরে গরম বাতাসের কারনে অনেক ধানক্ষেতের ফসল নষ্ট হয়। এছাড়া দুই দিন শিলা বৃষ্টির পাশাপাশি শীষ লোদা নামক পোকার আক্রমনের সম্ভাবনা রয়েছে। এছাড়া এমাসের শেষেই বৈরি আবহাওয়ার সম্ভাবনা দেখা দেয়। যার ফলে আর কোন অনাকাঙ্খিত ক্ষতি রোধে এখনই ধান কাটার নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তাগণ।

আরও ভাল ফসল পাওয়া যাবে

ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহনাজ কবির দ্য রিপোর্টকে বলেন, পুরো পাকলে ধান অনেক সময় ঝরে পরে। এছাড়া চাল ভাঙ্গানোর সময় এটা বেশি ভেঙ্গে যায়। সে হিসেবে ৮০ শতাংশ পাকলেই ধান কাটা সবচেয়ে বেশি উপযোগী। কেননা তখন ঝরে পরা ও ভেঙ্গে যাওয়ার শঙ্কা থাকে না।

তিনি আরও বলেন, এটা রুটিন ওয়ার্ক হিসেবে দ্রুত ধান কাটার নির্দেশ দেয়া হয়েছে। তবে সম্প্রতি বৈরি আবহাওয়ার কারনে যেন দ্রুত বাস্তবায়ন হয় সেটির জন্য আলাদাভাবে জোর প্রদান করা হচ্ছে।

বর্তমানে কোন জাতের ধান কাটা হচ্ছে

বিআর-১৭, বিআর-২৮, বি-২৯, বি-৫৫, বি-৬৫, বি-৭৪, বি-৬৯, বি-৬৭, বি-৭৯, বি-৮৪, বি-৮৮, বি-৮৯, বি-৬৩ অন্যতম। এছাড়াও হাইব্রিড, ময়না, এসএলএইচ, টিয়া, হিরা-২, রুপালী বোরো ধান চাষ করেছেন কৃষকরা। ঊনত্রিশ, আটাশ, গাজি-১৪, চায়না, হাইব্রিড-সহ বিভিন্ন প্রজাতির ধান চাষ করে সফল হয়েছেন বেশীরভাগ কৃষক।

বোরো আবাদেরই ক্ষতি ৩২৮ কোটি টাকা

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া, গরম বাতাস ও শিলা বৃষ্টিতে বিভিন্ন ফসলের ৩৩৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে কেবল মন্দ হাওয়ায় (ঝড়ো হওয়া, গরম বাতাস ও শিলা বৃষ্টি) দেশের ৩৬ জেলায় বোরো আবাদে ক্ষতি হয়েছে ৩২৮ কোটি টাকার। প্রাকৃতিক এসব দুর্যোগে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১০ হাজার ৩০১ হেক্টর জমির ফসলের মধ্য বোরো ধানের আবাদই ছিল ১০ হাজার  ২৯৮ হেক্টর জমিতে। আর সব মিলিয়ে বোরো ধান আক্রান্ত হয়েছে মোট ৬৮ হাজার ১২৩ হেক্টর জমিতে।

Link copied!